Sandipta Sen Marriage: বিয়ের আগে ডায়েট ভুলেছেন! জমিয়ে আইবুড়ো ভাত সন্দীপ্তার, পাতে উঠল কী কী, দেখে নিন

Last Updated:
Sandipta Sen Marriage: আপাতত আইবুড়ো ভাত খাওয়ার পর্ব চলছে সন্দীপ্তার। পেশার খাতিরে সারা বছর কড়া ডায়েট মানলেও বিয়ের আগের কয়েকটা চুটিয়ে পেটপুজো চলছে হবু কনের।
1/5
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ৭ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সাতপাক ঘুরতে চলেছেন অভিনেত্রী।
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ৭ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সাতপাক ঘুরতে চলেছেন অভিনেত্রী।
advertisement
2/5
আপাতত আইবুড়ো ভাত খাওয়ার পর্ব চলছে সন্দীপ্তার। পেশার খাতিরে সারা বছর কড়া ডায়েট মানলেও বিয়ের আগের কয়েকটা চুটিয়ে পেটপুজো চলছে হবু কনের।
আপাতত আইবুড়ো ভাত খাওয়ার পর্ব চলছে সন্দীপ্তার। পেশার খাতিরে সারা বছর কড়া ডায়েট মানলেও বিয়ের আগের কয়েকটা চুটিয়ে পেটপুজো চলছে হবু কনের।
advertisement
3/5
জীবনের নতুন অধ্যায় শুরুর আগে সন্দীপ্তাকে ভালবেসে খাওয়াচ্ছেন তাঁর কাছের মানুষেরা। ভাত, পোলাও, পাঁচ রকমের ভাজা, মাটন, চাটনি, মিষ্টি, বাঙালি পদেই রসনাতৃপ্ত হচ্ছে অভিনেত্রীর।
জীবনের নতুন অধ্যায় শুরুর আগে সন্দীপ্তাকে ভালবেসে খাওয়াচ্ছেন তাঁর কাছের মানুষেরা। ভাত, পোলাও, পাঁচ রকমের ভাজা, মাটন, চাটনি, মিষ্টি, বাঙালি পদেই রসনাতৃপ্ত হচ্ছে অভিনেত্রীর।
advertisement
4/5
গত বছর সৌম্যর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সন্দীপ্তা। কলকাতার এক প্রথম সারির ওটিটি সংস্থায় উচ্চ পদস্থ কর্মকর্তা সৌম্য।
গত বছর সৌম্যর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সন্দীপ্তা। কলকাতার এক প্রথম সারির ওটিটি সংস্থায় উচ্চ পদস্থ কর্মকর্তা সৌম্য।
advertisement
5/5
বিয়ের দিন লাল শাড়িতে সেজে উঠবেন সন্দীপ্তা। ভোজনপর্বেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করবেন অভিনেত্রী।
বিয়ের দিন লাল শাড়িতে সেজে উঠবেন সন্দীপ্তা। ভোজনপর্বেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করবেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement