Sushant Singh Rajput-Ankita Lokhande: 'সুশান্ত দাম্ভিক, ...পছন্দ করতাম না'! বিস্ফোরক অঙ্কিতা, কেন এমন মন্তব্য তাঁর

Last Updated:
Sushant Singh Rajput-Ankita Lokhande: ২০০৯ সালে এই ধারাবাহিকের হাত ধরেই তাঁদের যাত্রা শুরু। নিছক বন্ধুত্ব প্রেমে পরিণত হতে খুব বেশি সময় নেয়নি। পর্দার রসায়ন বাস্তবেও এক সূত্রে বাঁধে সুশান্ত এবং অঙ্কিতাকে।
1/5
সুশান্ত সিং রাজপুত-অঙ্কিতা লোখন্ডে। এক সময় দর্শকের কাছে মানব-অর্চনা নামে পরিচিত ছিলেন তাঁরা। সৌজন্যে পবিত্র রিশতা।
সুশান্ত সিং রাজপুত-অঙ্কিতা লোখন্ডে। এক সময় দর্শকের কাছে মানব-অর্চনা নামে পরিচিত ছিলেন তাঁরা। সৌজন্যে পবিত্র রিশতা।
advertisement
2/5
২০০৯ সালে এই ধারাবাহিকের হাত ধরেই তাঁদের যাত্রা শুরু। নিছক বন্ধুত্ব প্রেমে পরিণত হতে খুব বেশি সময় নেয়নি। পর্দার রসায়ন বাস্তবেও এক সূত্রে বাঁধে সুশান্ত এবং অঙ্কিতাকে। কিন্তু প্রেমিকের সঙ্গে শুরু থেকেই সম্পর্ক মসৃণ ছিল না অভিনেত্রীর।
২০০৯ সালে এই ধারাবাহিকের হাত ধরেই তাঁদের যাত্রা শুরু। নিছক বন্ধুত্ব প্রেমে পরিণত হতে খুব বেশি সময় নেয়নি। পর্দার রসায়ন বাস্তবেও এক সূত্রে বাঁধে সুশান্ত এবং অঙ্কিতাকে। কিন্তু প্রেমিকের সঙ্গে শুরু থেকেই সম্পর্ক মসৃণ ছিল না অভিনেত্রীর।
advertisement
3/5
অতীতে এক সাক্ষাৎকারে সেই গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অঙ্কিতা। তিনি বলেছিলেন, "আমরা সেটে দিনরাত কাজ করতাম। প্রথম দিন থেকেই আমার সুশান্তকে পছন্দ ছিল না। সেটে যখন এসেছিল, খুব দাম্ভিক ছিল। তাই আমিও নিজের মতো থাকতাম।'
অতীতে এক সাক্ষাৎকারে সেই গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অঙ্কিতা। তিনি বলেছিলেন, "আমরা সেটে দিনরাত কাজ করতাম। প্রথম দিন থেকেই আমার সুশান্তকে পছন্দ ছিল না। সেটে যখন এসেছিল, খুব দাম্ভিক ছিল। তাই আমিও নিজের মতো থাকতাম।'
advertisement
4/5
অঙ্কিতা জানিয়েছিলেন, সেটে সুশান্ত তাঁকে বেশ বকাবকি করতেন। কিন্তু একসঙ্গে কাজের সূত্রেই সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের। দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন তাঁরা।
অঙ্কিতা জানিয়েছিলেন, সেটে সুশান্ত তাঁকে বেশ বকাবকি করতেন। কিন্তু একসঙ্গে কাজের সূত্রেই সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের। দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন তাঁরা।
advertisement
5/5
সুশান্তের সঙ্গে প্রেম ভাঙার পর দীর্ঘ দিন কাজ করেননি অঙ্কিতা। অভিনেতার আকস্মিক মৃত্যুর পর ভেঙে পড়েন তিনি। সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নেন অভিনেত্রী। ২০২১-এ বিয়ে করেন প্রেমিক ভিকি জৈনক। তবে সুশান্তকে নিয়ে কথা বলতে সঙ্কোচ নেই তাঁর।
সুশান্তের সঙ্গে প্রেম ভাঙার পর দীর্ঘ দিন কাজ করেননি অঙ্কিতা। অভিনেতার আকস্মিক মৃত্যুর পর ভেঙে পড়েন তিনি। সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নেন অভিনেত্রী। ২০২১-এ বিয়ে করেন প্রেমিক ভিকি জৈনক। তবে সুশান্তকে নিয়ে কথা বলতে সঙ্কোচ নেই তাঁর।
advertisement
advertisement
advertisement