মুম্বইয়ে প্রয়াত সলিল চৌধুরীর প্রথম স্ত্রী অঙ্কনশিল্পী জ্যোতি চৌধুরী, বয়স হয়েছিল ৯১ বছর

Last Updated:

Salil Chowdhury's first wife Jyoti Chowdhury passed away: বহু লড়াইয়ের সাক্ষী, সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী চলে গেলেন। রবিবার মুম্বইয়ে প্রয়াত হন তিনি।

বহু লড়াইয়ের সাক্ষী, সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী চলে গেলেন
বহু লড়াইয়ের সাক্ষী, সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী চলে গেলেন
মুম্বই : ভবানীপুরে নামী পরিবারের মেয়ে বাড়ির লোকের অমতে বিয়ে করেছিলেন সে সময়ের প্রতিশ্রুতিমান সুরকারকে। প্রেমের জন্য পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করেননি এই শিল্পী। পরবর্তীতে স্বামীর জীবনে দ্বিতীয় নারীর আগমনে তিনি তাঁকেও ছেড়ে চলে আসেন। একাই বড় করেন সন্তানদের। জীবনের শেষ দিন পর্যন্ত সম্মানের সঙ্গে মাথা উঁচু করে যাপন করেছেন নিজের শর্তে বেঁচে থাকা। বহু লড়াইয়ের সাক্ষী, সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী চলে গেলেন। বয়স হয়েছিল ৯১ বছর। রবিবার মুম্বইয়ে প্রয়াত হন তিনি।
সলিল চৌধুরীর সঙ্গে জ্যোতির আলাপ সোনারপুরে। সেখানেই ছিল জ্যোতির মাসির বাড়ি এবং সলিলের মামার বাড়ি। অসম থেকে আসা সলিল মামাবাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। জ্যোতির মাসতুতো দাদারা ছিলেন তাঁর বন্ধু। সেই সূত্রেই আলাপ, প্রেম এবং পরিণয়। দু’জনের একসঙ্গে চলার পথ মসৃণ ছিল না। সে সময় প্রায় শূন্য থেকে শুরু করা সলিলকে জামাই হিসেবে মেনে নিতে পারেনি জ্যোতির পরিবার। কিন্তু সে সবের তোয়াক্কা না করেই গত শতকের পাঁচের দশকের গোড়ায় জ্যোতি বিয়ে করেছিলেন সলিলকে, দু’জনে পাড়ি দিয়েছিলেন সেকালের বম্বে, আজকের মুম্বইয়ে।
advertisement
মুম্বইয়ে একটু একটু করে নিজের পায়ের নীচে জমি শক্ত করেছেন সুরকার সলিল। দাঁতে দাঁত চেপে সেই সংগ্রামে পাশে ছিলেন স্ত্রী জ্যোতি। ঘনিষ্ঠ বৃত্ত বলে, যুবক বয়সে সলিলের কাজের অনুপ্রেরণা ছিলেন জ্যোতিই। স্বামীর যখন উপার্জন বলিষ্ঠ নয়, তখন সংসারের হাল ধরেছিলেন অঙ্কনশিল্পী জ্যোতি। অংশ নিয়েছেন বহু প্রদর্শনীতে। ছোটবেলায় দাদুকে দেখে শুরু করা ছবি আঁকার ধারা বজায় রেখেছিলেন নবতিপর বয়সেও। শয্যাশায়ী হয়েও স্কেচ করতেন অবলীলায়। এক সময় তাঁর উপার্জনের অর্থেই কেনা হয়েছিল বাংলো। নাম রাখা হয়েছিল 'সুরছায়া'। সেখানেই ছিল স্বামী ও সন্তানদের নিয়ে জ্যোতির সংসার।
advertisement
advertisement
তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে সবিতার সঙ্গে সলিলের সম্পর্কের কারণে সন্তানদের নিয়ে সরে আসেন জ্যোতি। বাংলো ছেড়ে বান্দ্রার ফ্ল্যাটে থাকতেন। এমনকী, সলিলের মা-ও এক সময় ছিলেন তাঁর কাছে। লব্ধপ্রতিষ্ঠ সলিলের সঙ্গে সংসারযাপন হয়নি জ্যোতির। কিন্তু এই নিয়ে কোনও তিক্ততাও প্রকাশ করেননি প্রকাশ্যে। মর্যাদা দিয়েছেন ব্যক্তিগত পরিসরকে।
advertisement
আরও পড়ুন :  ৯৮ বছর বয়সে জেল থেকে মুক্তি, ফেয়ারওয়েলের পর পৌঁছে দেওয়া হল বাড়িতে, রইল মর্মস্পর্শী ভিডিও
বান্দ্রায় নিজের বাড়িতেই থামল সংগ্রামী এই নারীর পথ চলা। রেখে গেলেন তিন মেয়ে অলকা, তুলিকা, লিপিকা এবং নাতিনাতনিদের। আর রইল তাঁর আঁকা ছবি। সলিল প্রয়াণের ২৭ বছর পর চলে গেলেন তাঁর প্রথম স্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুম্বইয়ে প্রয়াত সলিল চৌধুরীর প্রথম স্ত্রী অঙ্কনশিল্পী জ্যোতি চৌধুরী, বয়স হয়েছিল ৯১ বছর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement