Abhijit Ganguly about Actor Dev: দেবের ‘প্রধান’ ছবির ভূয়সী প্রশংসা অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়ের, টিকিট কেটে নন্দনে দেখলেন সিনেমা

Last Updated:

Abhijit Ganguly about Actor Dev: সিনেমা মুক্তির পর থেকেই দেব অভিনীত ‘প্রধান’ সিনেমাটি সকলের মন জয় করেছিল। এবার  দেবের সিনেমার ভূয়সী প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়ের।

কলকাতাঃ সিনেমা মুক্তির পর থেকেই দেব অভিনীত ‘প্রধান’ সিনেমাটি সকলের মন জয় করেছিল। এবার দেবের সিনেমার ভূয়সী প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়ের।  তিনি বলেন, ‘কাল আমি নন্দনে গেছিলাম। ” প্রধান ” সিনেমাটি দেখলাম। খুব ভাল সিনেমা।’
তিনি আরও বলেন, ‘৭০ টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখেছি।আধিকারিকরা ছুটে এলেন আমাকে দেখে। আমাকে বললেন যে আপনি কেন টিকিট কেটেছেন ? আপনার জন্য সামনের দিকে বিশেষ সিট আছে।’ বিচারপতি তাঁদের উদ্দেশ‍্যে বলেন, ‘আমি টিকিট কাটব না কেন? সব বিচারপতিই টিকিট কাটেন। আপনাদের যেখানে ইচ্ছা সেখানে বসাতেই পারেন, তাতে আমার কোন আপত্তি নেই।’
advertisement
advertisement
গতবছর, বড়দিনের আগেই বাংলার প্রেক্ষাগৃহে আসে এই ছবি। দেবের ‘প্রধান’  গত ২২ ডিসেম্বর মুক্তি পায়।  ‘প্রধান’ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যায় দেবকে। অন্যদিকে, গ্রামের মাস্টারমশাইয়ের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ সেন পরিচালিত ছবিটিতে দেব অর্থাৎ দীপক প্রধানের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন টেলি অভিনেত্রী সৌমিতৃষাকে। এছাড়াও ছবিতে আছেন মমতা শংকর, সাবিত্রী চট্টোপাধ্যায়, কনীনিকা , সোহম চক্রবর্তী প্রমুখ ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhijit Ganguly about Actor Dev: দেবের ‘প্রধান’ ছবির ভূয়সী প্রশংসা অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়ের, টিকিট কেটে নন্দনে দেখলেন সিনেমা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement