কাঁপুনি দিয়ে জ্বর, বুকে চাপ... শুটিং করতে করতে আচমকা অসুস্থ জীতু কমল, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
জীতু কমল ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি. সঙ্গে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়.
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেতা জীতু কমল। সূত্রের খবর ‘এরাও মানুষ’ নামে একটি ছবির শুটিং করছিলেন ধান্যকুড়িয়ায়। সেখানেই হঠাৎ বুকে চাপ অনুভব করেন অভিনেতা। তারপরে কাঁপুনি দিয়ে জ্বরও আসে বলে খবর। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত স্থিতিশীল তিনি।
সূত্র মারফত জানা যাচ্ছে, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। সকাল থেকেই চলছিল ছবির শুটিং। সেটে ছিলেন সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানেই এই অঘটন। প্রসঙ্গত. এর আগে দুই তারকা জুটি বেঁধেছিলেন ‘বাবুসোনা’ ছবিতে।
advertisement
advertisement
টেলিপাড়া সূত্রে জানা যাচ্ছে, দেরি না করে কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। আর্য চরিত্রে নজর কেড়েছেন তিনি। পাশাপাশি ‘এরাও মানুষ’ সিনেমার শুটিংও করছেন জীতু।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 05, 2025 8:39 PM IST

