corona virus btn
corona virus btn
Loading

ফের রাজা হলেন যিশু !

ফের রাজা হলেন যিশু !
  • Share this:

#মুম্বই: পুজোর সময়ই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ছবিতে ভাওয়াল রাজার চরিত্রে দেখা গিয়েছিল যিশু সেনগুপ্তকে ৷ ছবিতে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন যিশু ৷ তবে এবার আর ভাওয়াল রাজা হয়ে নয়, বরং ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের রাজা হয়ে সবার নজরে পড়তে চলেছেন যিশু সেনগুপ্ত !

সম্প্রতি ইনস্টাগ্রাম ও ট্যুইটারে মহারাজা গঙ্গাধর রাওয়ের লুকেই যিশু সেনগুপ্ত-র ছবি শেয়ার করেছেন তরন আদর্শ ৷ কঙ্গনা রানওয়াতের ‘মণিকর্ণিকা, দ্য কুইন অফ ঝাঁসি’- ছবিতেই এই বেশে দেখা যাবে যিশুকে ৷ এমনিতেই কঙ্গনার এই ছবি নানা বিতর্কের জেরে বার বার খবরে ৷ কখনও কঙ্গনার সঙ্গে সোনু সুদের ঝামেলা, তো কখনও ছবির পরিচালক কৃশের সঙ্গে বাতানুবাদ ৷ এমনকী, এই ছবির কিছু অংশ পরিচালনা করেছেন খোদ কঙ্গনাই ৷

১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার ৷

mani

First published: December 14, 2018, 4:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर