#কলকাতা: কখনও হাতে জলন্ত সিগারেট, কখনও চোখ ক্যামেরায়। আবার কখনও ইন্দির ঠাকুরণকে দৃশ্য বোঝাতে ব্যস্ত। কিংবদন্তী সত্যজিৎ রায়ের (Satyajit Ray) এমন বেশ কিছু সাদা কালো ছবির সঙ্গে পরিচিত বাঙালি দর্শক। ফেসবুকে আজ সেই ছবিগুলিই যেন হঠাৎ নতুন করে ভাইরাল হল। তবে স্বয়ং সত্যজিৎ রায় নন। তাঁর ভূমিকায় দেখা গেল অভিনেতা জিতু কমলকে (Jeetu Kamal)। তবে প্রতিটি ছবিতেই স্পষ্ট সত্যজিতের ছায়া।
পরিচালক অনীক দত্ত (Aneek Dutta) আগেই ঘোষণা করেছিলেন তাঁর ছবি 'অপরাজিত'-র। এই ছবিতে ধরা পড়বে সত্যজিতের ছবি 'পথের পাঁচালী'-র নেপথ্যের কাহিনি। ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা জিতু কমলকে। সত্যজিতের লুক তাঁর বেশ কিছু ছবি আজ ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেই ছবিগুলি রীতিমতো অবাক করেছে দর্শকদের। যেন খোদ মানিক বাবুকেই দেখা যাচ্ছে ছবিতে।
ছবিতে জিতু কমলের লুক (Jeetu Kamal) দেখে অবাক নেটিজেন নানা রকমের পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখছেন, "কী অপূর্ব মানিয়েছে।" আবার কেউ লিখছেন, "খুব ভালো মানিয়েছে। এবার দেখার সব মিলিয়ে কী দাঁড়ায়।" আবার আর একজন লিখছেন, "লুক খুব মানিয়েছে। কিন্তু ওই কণ্ঠস্বর কী পাওয়া যাবে?"
আরও পড়ুন- ইশক উইথ নুসরত! মদন মিত্র থেকে ঋতাভরী ভালোবাসার গল্প বলবেন সঞ্চালিকাকে
আরও পড়ুন - ২০২২-এর মে মাসে বিয়ে করতে চেয়েছিলেন ভিকি! কিন্তু ক্যাটরিনা রাজি হলেন না কেন
সত্যজিৎ রায় (Satyajit Ray) হয়ে উঠতে জিতুকে সাহায্য করেছেন মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। জিতুর (Jeetu Kamal) গালে ও থুতনিতে ব্যবহার করা হয়েছে প্রস্থেটিক। তবে মেক আপের পাশাপাশি কিংবদন্তী পরিচালকের আদব কায়দা অনুকরণেও সফল জিতু। পরিচালক অনীক দত্তের মতেও, জিতু সত্যজিৎ রায়ের চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। ছবির বেশ কিছু অংশ শ্যুট হয়েছে বীরভূমে। বাকি কিছু অংশের শ্যুট হবে কলকাতার শিশির মঞ্চ, নন্দনের মতো জায়গায়। ছবিটি সাদা কালোতেই শ্যুট হচ্ছে। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) স্ত্রী বিজয়া রায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeetu Kamal