'চেঙ্গিজের যুগ হয়... যুগ', জন্মদিনে প্রকাশ্যে জিতের ছবির টিজার, উচ্ছ্বসিত ভক্তরা

Last Updated:

বিশেষ দিনে অনুরাগীদের জন্য বিশেষ চমক। প্রকাশ্যে এল 'চেঙ্গিজ'-এর টিজার। আরও একবার অ্যাকশন হিরোর ভূমিকায় জিৎ।

#কলকাতা: দর্শক হিসেবে সব ধরনের ছবিই তাঁর পছন্দের। তবে পর্দায় তিনি বরাবরই 'লার্জার দ্যান লাইফ' অর্থাৎ নায়কোচিত। নিজের জন্মদিনে আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন জিৎ।
৩০ নভেম্বর। ৪৪-এ পা রাখলেন জিৎ। বিশেষ দিনে অনুরাগীদের জন্য বিশেষ চমক। প্রকাশ্যে এল 'চেঙ্গিজ'-এর টিজার। আরও একবার অ্যাকশন হিরোর ভূমিকায় জিৎ। ৫০ সেকেন্ডের ট্রেলার জুড়ে রইল চাঁচাছোলা সংলাপ আর তাক লাগানো অ্যাকশন।
View this post on Instagram

A post shared by Jeet (@jeet30)

advertisement
advertisement
আরও এক বার চেনা ছন্দে জিৎ। উচ্ছ্বসিত অনুরাগীরা। ছবিটির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।
advertisement
অ্যাকশন ঘরানার এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই প্রথম পর্দায় একসঙ্গে জুটি বাঁধবেন তাঁরা। এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শতাফ ফিগার এবং রোহিত রায়কে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'চেঙ্গিজের যুগ হয়... যুগ', জন্মদিনে প্রকাশ্যে জিতের ছবির টিজার, উচ্ছ্বসিত ভক্তরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement