শক্ত হও সব্যসাচী! প্রিয়জনের জন্য গভীর সমবেদনা জিৎ-কোয়েলের
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
শোকপ্রকাশ করলেন টলিপাড়ার একাধিক শিল্পী। জিৎ-কোয়েল জুটিও বাদ পড়লেন না সেই তালিকা থেকে
#কলকাতা: দীর্ঘ দিনের যুদ্ধ থামল। রবিবার সকালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। রেখে গেলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, মা, বাবা এবং দিদিকে। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেল তাঁর পথ চলা। শোকপ্রকাশ করলেন টলিপাড়ার একাধিক শিল্পী। জিৎ-কোয়েল জুটিও বাদ পড়লেন না সেই তালিকা থেকে।

নেটমাধ্যমে দুজনেই জানিয়েছেন তাঁদের প্রতিক্রিয়া। জিত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, ভালো থেকো... #AindrilaSharma , আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার এবং ফ্য়ানের জন্য আমার গভীর সমবেদনা। শক্ত হও সব্যসাচী। তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তারজন্য কোনও শব্দ হয় না..."।
advertisement
advertisement

অভিনেত্রী কোয়েলও সমবেদনা জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি জানান, "ঐন্দ্রিলা, তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাক... পরিবার এবং প্রিয়জনদের জন্য রইল গভীর সমবেদনা। #AindrilaSharma"।
প্রসঙ্গত, রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ঐন্দ্রিলা শর্মার। সকালেই পরিবারকে ডেকে পাঠিয়েছিল হাসপাতাল থেকে। এবার 'জিয়নকাঠি'র শেষ যাত্রার পালা। রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে বের করা হয় ঐন্দ্রিলার মরদেহ। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয় তাঁর কুঁদঘাটের আবাসনে। সেখান থেকে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিয়োতে। চোখের জলে বিদায় জানালেন অভিনেতা, টেকশিয়ান এবং শিল্পীরা। এরপরে নিয়ে যাওয়া হয় ক্যাওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য হয় ঐন্দ্রিলার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 8:19 PM IST