ফিনিক্স পাখির মতো ফিরে এসেও শেষরক্ষা হল না! প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা

Last Updated:

Aindrila Sharma Death : ভালবাসার মানুষেরা আজ চুপ... একদম চুপ। যুদ্ধে জয়ী হয়ে ফিরে এল না মেয়েটা

#কলকাতা: দীর্ঘ  দিনের যুদ্ধ থামল। রবিবার দুপুর ১২.৫৯-এ প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। রেখে গেলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, মা, বাবা এবং দিদিকে। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেল তাঁর পথ চলা।
টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। ভক্তদের মনেও কালো মেঘ। অভিনেত্রীর ভালবাসার মানুষেরাও আজ শব্দ হারিয়েছেন। বহু যুদ্ধে জয়ী হয়েও ফিরে এল না মেয়েটা।
দু'দিন আগে সব্য়সাচীর সোশ্য়াল মিডিয়া পোস্ট আশার আলো দেখিয়েছিল। তিনি জানিছিলেন, 'মিরাকেল হয়! ঐন্দ্রিলা আছে, থাকবে।' সেই খবর শুনে সকলেই খানিক আশ্বস্ত হয়েছিলেন।
advertisement
আরও পড়ুন :  জীবন বার বার দাঁড় করিয়েছে মৃত্যুর মুখোমুখি, সংগ্রামের প্রথম দিন থেকেই ঐন্দ্রিলা মৃত্যুঞ্জয়ী
কয়েকদিন আগে এক রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৪ বছরের অভিনেত্রী তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন বলেও জানা যায়। retroperitoneal ewing sarcoma-এ আক্রান্ত তিনি আগে থেকেই। ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। পরীক্ষা করে জানা যায়, ইন্ট্রাক্র্যানিয়াল হ্যামারেজে আক্রান্ত তিনি।
advertisement
লড়াইটা শুরু হয়েছিল ২০১৫-এ। ঐন্দ্রিলা তখন একাদশ শ্রেণির ছাত্রী। ওই কাঁচা বয়সেই শরীরে থাবা বসায় মারণ রোগ, 'ক্য়ানসার'। হার মানেননি অভিনেত্রী।
২০২১-এ টলিউডে ফের পা রাখলেন ঐন্দ্রিলা। কাজ শুরু করলেন ধারাবাহিকে। কিন্তু ফের শরীর বেঁকে বসল। ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী।
advertisement
আর তখনই ঐন্দ্রিলার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন সব্য়সাচী চৌধুরী। দিদি নম্বর ওয়ানের শো-তে দাঁড়িয়ে অভিনেত্রী জানান, "আমার তখন দ্বিতীয় দিনের কেমো চলছিল। চোখ বন্ধ করেছিলাম। চোখ খুলে দেখি ও আমার সামনে দাঁড়িয়ে।"
সব্যসাচীই যেন ছিলেন তাঁর শক্তি ও সাহসের উৎস। অভিনেত্রীর স্বীকারোক্তি, "আমার চিকিৎসা চলাকালীন এত শারীরিক কষ্ট পেয়েছি। কিন্তু মানসিক কষ্ট এক ফোঁটাও ছিল না।"
advertisement
ছোট পর্দায় দীর্ঘ দিন কাজ করেছেন ঐন্দ্রিলা। অভিনয় করেছেন একাধিক ধারাবাহিকে। ‘কালার্স বাংলা’ চ্যানেলের ‘ঝুমুর’ ধারাবাহিকটির কথা মনে আছে তো ? বেশ জনপ্রিয় হয়েছিল এই মেগা সিরিয়াল ৷ আর এই সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমেই অভিনয় জীবনে পথ চলা শুরু করেছিলেন বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা শর্মা ৷
এরপর কাজ করেছেন মাল্টিস্টারার সিরিয়াল ‘জীবন জ্যোতি’তেও ৷ এর পর ছোটপর্দার ছবি ‘মিত্তির পাড়ার মারাদোনা’তে অভিনয়৷ জি বাংলা অরিজিনালসের 'ভোলে বাবা পার করেগা'-তে দেখা গিয়েছিল। এখন সবই নেটমাধ্য়মের সৌজন্য়ে চোখের সামনে রয়ে যাবে, তবে সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বছর ২৪-এর ঐন্দ্রিলা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিনিক্স পাখির মতো ফিরে এসেও শেষরক্ষা হল না! প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement