রাখি স্পেশাল মেসেজ না পোস্ট করেও, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রইলেন শুভশ্রী, সঙ্গী সৌরভ

Last Updated:
Photo Courtesy : Subhashree / Instagram Handle
Photo Courtesy : Subhashree / Instagram Handle
#কলকাতা: রাখির দিন কোনও ভাইয়ের প্রতি মেসেজ নেই ! বরং নিজের স্টানিং লুকে একেবারে বোল্ডআউট করে দিলেন শুভশ্রী ৷ সারাদিন ভাই-বোনের সম্প্রীতির মধ্যে ভাইরাও নিজেদের চোখ সেঁকে নিলেন শুভশ্রী- র ঝকঝকে লুকে ৷
এটাই যথেষ্ট নয় ৷ রাখির দিনে সোশ্যাল  মিডিয়ায় ভাইয়ের হাতে রাখি বাঁধার ছবি পোস্ট না করেও যে ভাইরাল হওয়া যায় তা দেখিয়ে দিলেন শুভশ্রী ৷ এবার অবশ্য তিনি ছবিটি পোস্ট করেননি ৷ ছবি পোস্ট করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়  ৷ ছবিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷
শুধু তিনজনেই গঙ্গোপাধ্যায় ছাড়াও মিল রয়েছে ৷ তিনজনেই ট্র্যাডিশানাল বাঙালি সাজে ৷ দাদা ও রাজ পাঞ্জাবি-পায়জামায় আর শুভশ্রী টারকোয়েজ ব্লু শাড়িতে সেই ফ্রেমে আগুন ধরিয়ে দিলেন ৷ তার পরণের ডিজাইনার শাড়িটি অবশ্য আটপৌড়ে করে পরা ৷
advertisement
advertisement
কেন এই পোস্ট তা নিয়ে অবশ্য বিশেষ কোনও খবর পাওয়া যাচ্ছে না ৷ গুঞ্জন কোনও পূজো স্পেশাল বিজ্ঞাপনী প্রচার এটি ৷
Photo Courtesy : Jeet Ganguly/ Twitter Handle Photo Courtesy : Jeet Ganguly/ Twitter Handle
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাখি স্পেশাল মেসেজ না পোস্ট করেও, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রইলেন শুভশ্রী, সঙ্গী সৌরভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement