#কলকাতা: রাখির দিন কোনও ভাইয়ের প্রতি মেসেজ নেই ! বরং নিজের স্টানিং লুকে একেবারে বোল্ডআউট করে দিলেন শুভশ্রী ৷ সারাদিন ভাই-বোনের সম্প্রীতির মধ্যে ভাইরাও নিজেদের চোখ সেঁকে নিলেন শুভশ্রী- র ঝকঝকে লুকে ৷
এটাই যথেষ্ট নয় ৷ রাখির দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের হাতে রাখি বাঁধার ছবি পোস্ট না করেও যে ভাইরাল হওয়া যায় তা দেখিয়ে দিলেন শুভশ্রী ৷ এবার অবশ্য তিনি ছবিটি পোস্ট করেননি ৷ ছবি পোস্ট করেছেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ ছবিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷
শুধু তিনজনেই গঙ্গোপাধ্যায় ছাড়াও মিল রয়েছে ৷ তিনজনেই ট্র্যাডিশানাল বাঙালি সাজে ৷ দাদা ও রাজ পাঞ্জাবি-পায়জামায় আর শুভশ্রী টারকোয়েজ ব্লু শাড়িতে সেই ফ্রেমে আগুন ধরিয়ে দিলেন ৷ তার পরণের ডিজাইনার শাড়িটি অবশ্য আটপৌড়ে করে পরা ৷
কেন এই পোস্ট তা নিয়ে অবশ্য বিশেষ কোনও খবর পাওয়া যাচ্ছে না ৷ গুঞ্জন কোনও পূজো স্পেশাল বিজ্ঞাপনী প্রচার এটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeet Ganguly, Sourav Ganguly, Subhashree