কথা বলতে এলেন কঙ্গনা, প্রকাশ্যে পাত্তা না দিয়ে চলে গেলেন জয়া! জড়িয়ে ধরলেন অভিষেক
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
'উছাই'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে জয়া বচ্চনকে স্পষ্টতই কঙ্গনা রানাউতকে উপেক্ষা না করে চলে দেলেন
#মুম্বই: অনুপম খের 'উচাই' ছবিটি প্রচারের জন্য় একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতারা, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, পরিণীতি চোপড়া এবং নীনা গুপ্তা।
advertisement
advertisement
অক্ষয় কুমার, সলমান খান, কঙ্গনা রানাউত, অভিষেক বচ্চন, ভাগ্যশ্রী থেকে শুরু করে সব বড় তারকাই 'উছাই'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন। কিন্তু এই সময়ে এমন কিছু ঘটল যে ভক্তদের চোখ আটকে গেছে মাত্র একটি ভিডিওতেই। হ্যাঁ, 'উছাই'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে জয়া বচ্চনকে স্পষ্টতই কঙ্গনা রানাউতকে উপেক্ষা না করে চলে দেলেন।
advertisement
যা দেখে ভক্তরা অবিলম্বে লক্ষ্য করেন এবং কমেন্টের ঝড় বইয়ে দেন। একই সময়ে, আরেকটি ভিডিওও প্রকাশিত হয়েছে যেখানে অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে কঙ্গনা রানাউতকে জড়িয়ে ধরে হাসেন।
advertisement
বুধবার রাতে মুম্বাইয়ে 'উনচাই স্পেশাল স্ক্রিনিং'-এর একটি বিশেষ স্ক্রিনিং ছিল। এ সময় অনুপম খের সকল অতিথিকে স্বাগত জানান। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন সবুজ শাড়িতে খুব সুন্দর স্টাইলে এসেছিলেন। একই সঙ্গে তার পেছনে দেখা যাচ্ছে কঙ্গনা রানাউতকেও। পাপারাজ্জি কঙ্গনা একদিকে যখন চিৎকার করছেন, জয়া বচ্চনকে স্পষ্টতই অভিনেত্রীকে উপেক্ষা করে ভাগ্যশ্রীকে আলিঙ্গন করতে দেখা যায়।
advertisement
জয়া বচ্চন ও কঙ্গনা রানাউতের এই ঘটনা ভিডিওতে ধরা পড়েছে। জয়া বচ্চনকে দীর্ঘ সময় ধরে কঙ্গনার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভাগ্যশ্রীর সঙ্গে দেখা করার পর তিনি অনুপম খেরের সঙ্গেও দেখা করেন কিন্তু কঙ্গনাকে উপেক্ষা করেন তিনি। এই ভিডিওতে কঙ্গনার অভিব্যক্তি দেখে আপনিও বলবেন যে মিসেস বচ্চন অভিনেত্রীকে উপেক্ষা করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 6:47 PM IST