নেটমাধ্যমে জাল চাকরির টোপ, শাস্তিও মিলল হাতে-নাতে! ১১ লক্ষের বেশি জরিমানার নির্দেশ!

Last Updated:

গৃহকর্মী নিয়োগের জন্য ফেক অ্যাকাউন্ট বানানোর অভিযোগে ১১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হল এক মহিলার বিরুদ্ধে!

#আরব: আবারও একই ভঙ্গিতে কাজ দেওয়ার উদ্দেশ্যে নেট মাধ্যমকে হাতিয়ার করেছে বিভিন্ন অসৎ ব্যক্তি। দেশ হোক বা বিদেশ, ক্রমশই ইন্টারনেট এবং তারপর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দূর্নীতিমূলক কাজের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি এমনই এক ঘটনা নেট মাধ্যমকে স্তম্ভিত করে দিয়েছে। তবে এক্ষেত্রে শাস্তির কথা শোনার চেয়েও নেটনাগরিকরা বেশি অবাক হয়েছেন জরিমানার পরিমাণ জেনে।
গৃহকর্মী নিয়োগের জন্য ফেক অ্যাকাউন্ট বানানোর অভিযোগে ১১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হল এক মহিলাকে! হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাশাহিতে এমনই এক ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে নেট মাধ্যমে। ওই মহিলা এক গৃহকর্মীকে নিয়োগের জন্য সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি জাল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। দীর্ঘদিন ধরেই নেট মাধ্যমকে হাতিয়ার করে ওই মহিলা এই কাজ চালিয়ে যাচ্ছিলেন। এর জন্য প্রশাসন ওই মহিলাকে প্রায় ৫০,০০০ দিরহাম অর্থাৎ যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,০৭,৭৫২ টাকা মূল্যের জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ফুজাইরাহ ফেডারেল কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স ওই মহিলাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। শুরুতে এই বিষয়ে এক ভোক্তা পুলিশের স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি মামলা দায়ের করেছিলেন। খালিজ টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গৃহকর্মী নিয়োগের প্রতিশ্রুতির বিনিময়ে ওই মহিলা অভিযোগকারীর থেকে ৮,৫০০ দিরহাম যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৮৮,৩০৫ টাকা হাতিয়ে নেন।
advertisement
ওই অভিযুক্ত মহিলা প্রথমে অভিযোগকারীর সঙ্গে কোনও রকম আইনি ব্যবস্থায় আসতে চাননি। নানা কথায় তিনি ওই অভিযোগকারীকে হেনস্থা করতে থাকেন, শেষমেষ বাধ্য হয়েই থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত। প্রাথমিক ভাবে ওই মহিলা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন এবং তিনি দাবি করেছেন যে, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট তাঁর ড্রাইভার মারফত বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে।
advertisement
পরে অবশ্য জানা গিয়েছে যে, পাবলিক প্রসিকিউশনের তদন্তের সময় ওই মহিলা স্বীকার করেছেন যে, তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে গৃহকর্মী নিয়োগে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন এবং বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নেটমাধ্যমে জাল চাকরির টোপ, শাস্তিও মিলল হাতে-নাতে! ১১ লক্ষের বেশি জরিমানার নির্দেশ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement