Bhootpori Trailer: লাল শাড়ি, কপালে টিপ! ভূত না পরী? জয়া আসলে কে, 'ভূতপরী'র ট্রেলার জুড়ে রহস্য
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bhootpori Trailer: বিনিসুতোর মালায় গাঁথা গল্প আর সত্যি। সৌকর্য ঘোষালে নতুন ছবি 'ভূতপরী'র ট্রেলার দেখে মনে এই কথাগুলোই মনে দাগ কেটে যাবে।
ভূত না পরী? বনলতা আসলে কে? ধূসরে মোড়া এক অজগাঁয়ে কেনই বা হাওয়ার সঙ্গে মিলিয়ে থাকে সে? এ হেন সব প্রশ্ন মাথাচাড়া দিলেই মনে পড়ে যায় শৈশবে পড়া অগুনতি সব রূপকথার কথা। যা বাস্তব, তা থেকে সেই গল্পগুলো যেন আলোকবর্ষ দূরে। আবার দূরে হয়েও কোনও বিনিসুতোর মালায় গাঁথা গল্প আর সত্যি। সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘ভূতপরী’র ট্রেলার দেখে মনে এই কথাগুলোই মনে দাগ কেটে যাবে।
এক বেনামী গ্রাম। আর তার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে বনলতা। তার পরনে লাল শাড়ি। এক ঢাল কালো চুল। কপালে লাল টিপ। চোখে এক পৃথিবী মায়া। মৃত্যুর পর তার পরিচয়- সে ভূত (জয়া আহসান)। আর সেই ভূতের সঙ্গেই আলাপ গ্রামে এক ছোট্ট ছেলের (বিষান্তক)। তবে ভয়ের নয়। সেই সম্পর্ক যেন নিখাদ বন্ধুত্বের। আর শিশুমনের যত প্রশ্ন, যাবতীয় কৌতুহল সেই ছোট্ট ছেলে উগরে দেয় গ্রামেরই এক সদস্য মাখনের (ঋত্বিক চক্রবর্তী) কাছে। বয়সের ছক ভেঙে সে যেন তার আরেক বন্ধু। কিন্তু কে এই ভূতপরী? কী-ই বা তার ইতিহাস? সে ভাল না খারাপ? নাকি তারও ঊর্ধ্বে কোনও কিছু? সেই গল্পই বলবে সৌকর্যের নতুন ছবি।
advertisement
advertisement
advertisement
নামভূমিকায় অর্থাৎ ‘ভূতপরী’র চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। তাঁর সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো তারকারা। দু’মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলার জুড়ে রইল রহস্য, রোমাঞ্চ আর একগুচ্ছ প্রশ্নের আভাস। ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।
২০২২ সালে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ও হরর ঘরানার ছবির হিসাবে বক্স অফিসে উদাহরণ তৈরি করেছিল। সৌকর্যের ছবিটিও কি এক পথেই হাঁটবে? এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 1:40 PM IST

