Jawan Box Office Collection: মাত্র ৯৯ টাকা টিকিটের দাম, এতেই কি হুড়মুড়িয়ে বাড়ল আয়! জাতীয় চলচ্চিত্র দিবসে 'জওয়ান'-এর নয়া রেকর্ড
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Jawan Box Office Collection: রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই প্রথম হিন্দি ছবি ভারতীয় ছবির ইতিহাসে যা কিনা গোটা বিশ্বজুড়ে ১১২৫ কোটি টাকা আয় করল।
মুম্বই: জওয়ান জ্বরে কাবু গোটা দেশ৷ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়েই চলেছে ‘জওয়ান’৷ অ্যাটলি পরিচালিত শাহরুখের এই ছবি আয় কমে গিয়েছিল মাস ঘুরতে না ঘুরতেই অনেকটাই আয় কমে গিয়েছিল ‘জওয়ান’-এর ৷ জাতীয় চলচ্চিত্র দিবসের দিন পুরো ছবিটাই উল্টো ৷ একাধিক রেকর্ড ভেঙে পুনর্জীবন ফিরে পেল শাহরুখ খানের সুপারহিট ছবি৷
জাতীয় চলচ্চিত্র দিবসে শাহরুখের ছবি ‘জওয়ান’ বিরাট ব্যবসা করেছে৷ বেশ কিছুদিন ধরেই আয় কমে গিয়েছিল এই ছবির৷ আচমকাই ১৩ অক্টোবর একলাফে বেড়ে গেল ছবির আয়৷ আসলে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে মাত্র ৯৯ টাকায় একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হয়েছে৷ সেই কারণেই কি ছবির আয় একলাফে এতটা বেড়ে গেল৷ তেমনটাই মনে করছেন সমালোচকরা৷
advertisement
advertisement
advertisement
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই প্রথম হিন্দি ছবি ভারতীয় ছবির ইতিহাসে যা কিনা গোটা বিশ্বজুড়ে ১১২৫ কোটি টাকা আয় করল। বেশ কয়েকদিন ধরেই জওয়ান ৭০ থেকে ৮০ লাখ টাকা আয় করছিল৷ জাতীয় চলচ্চিত্র দিবসের দিন একলাফে তা বেড়েছে৷ এদিন ৫ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান৷
advertisement
বলিউডের সিংহাসন যে তাঁর নিজের, তা যেন আরও একবার হাতে কলমে প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং এই ছবি যে আগামী দিনে আরও নতুন রেকর্ড গড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 1:58 PM IST