Janhvi-Shikhar Viral Photos: শরীর এলিয়ে শুয়ে রয়েছেন জাহ্নবী, শিখরের ছবিতে বেরিয়ে এল..., এ কী ফাঁস করলেন অভিনেত্রীর প্রেমিক?

Last Updated:

Janhvi-Shikhar Viral Photos: গত ১ জানুয়ারি ২০২৫ তারিখে নিজের ইনস্টাগ্রামে গত বছরের স্মৃতি ভাগ করে নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রীর প্রেমিক। তাঁর পোস্ট করা ছবির মধ্যে ঠাঁই পেয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং ফেস্টিভিটির হুল্লোড়ের ছবিও। 

News18
News18
বিদায় নিয়েছে ২০২৪। আর গত বছরটা যেন প্রেমে-ভালবাসার বছর হয়ে উঠেছিল বি-টাউনের অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং তাঁর বহুল চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার জন্য। নতুন বছরে নিজেদের গত বছরের একাধিক ছবি দিয়ে সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন শিখর। গত ১ জানুয়ারি ২০২৫ তারিখে নিজের ইনস্টাগ্রামে গত বছরের স্মৃতি ভাগ করে নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রীর প্রেমিক। তাঁর পোস্ট করা ছবির মধ্যে ঠাঁই পেয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং ফেস্টিভিটির হুল্লোড়ের ছবিও।
শুধু তা-ই নয়, আর একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্যাজুয়াল পোশাকে একটি দোলনায় কেয়ার-ফ্রি ভঙ্গিতে শুয়ে রয়েছেন জাহ্নবী। তাঁর মুখে প্রসাধনের লেশমাত্র নেই। আর তিনি যে দোলনায় শুয়ে রয়েছেন, তার নীচেই বসে রয়েছে অভিনেত্রীর পোষ্য। এই সুন্দর ক্যান্ডিড মুহূর্তই ভাগ করে নিয়েছেন শিখর। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে এই তারকা জুটির অনবদ্য রসায়ন।
advertisement
advertisement
advertisement
ক্যাপশনেও গত বছরের প্রতিফলনের ঝলক ভাগ করে নিয়েছেন শিখর। ২০২৪ সালে কী কী অভিজ্ঞতা আর শিক্ষা লাভ করেছেন তিনি, সেই বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিখর লিখেছেন যে, “আমি যা হতে পারি, যা দেখতে পারি এবং আমি যা করতে পারি, সেই সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। ২০২৫-এ পা রাখার সঙ্গে সঙ্গে আরও শক্তি, ক্ষমতা, দূরদর্শিতা, জ্ঞান এবং সুযোগের জন্য প্রার্থনা করি। যাতে আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি অভাবীদের সাহায্য করতে পারি। সেই সঙ্গে কোথা থেকে কোথায় যেতে পারি, সেই বিষয়ে আরও শিক্ষা নিতে পারি এবং সব সময় সঠিক পথেই থাকি, সে যতই কঠিন হোক না কেন। আর প্রত্যেকটা লক্ষ্যের পিছনে ছুটতে পারি। এর পাশাপাশি একটা সিংহ যেমন শিকারের উপর নজর রাখে, ঠিক সেই রকম লক্ষ্য, ক্ষমতা নিয়ে স্বপ্ন দেখতে পারি।” পোস্টের শেষে শিখর লিখেছেন যে, “আমি চাই যে, আপনি যা চান এবং আপনার যা প্রাপ্য, তা যেন বহু গুণে পান। হ্যাপি নিউ ইয়ার! হর হর মহাদেব!”
advertisement
প্রসঙ্গত কাজের দিক থেকে আপাতত ২০২৫ সালের প্রথম কাজ নিয়ে প্রস্তুত জাহ্নবী। শশাঙ্ক খৈতান পরিচালিত ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতে দেখা যাবে তাঁকে। রোম্যান্টিক ধারার এই ছবিতে অভিনয় করছেন বরুণ ধওয়ান এবং অক্ষয় ওবেরয়ও। এর পাশাপাশি ‘পরম সুন্দরী’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবীকে। ফলে বোঝাই যাচ্ছে যে, অভিনেত্রীর কেরিয়ার এখন উর্ধ্বমুখী।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Janhvi-Shikhar Viral Photos: শরীর এলিয়ে শুয়ে রয়েছেন জাহ্নবী, শিখরের ছবিতে বেরিয়ে এল..., এ কী ফাঁস করলেন অভিনেত্রীর প্রেমিক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement