মুম্বই: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ। তা নিয়ে অভিনেত্রীর ভোগান্তির শেষ নেই। কাজ ফেলে মাঝেমধ্যেই আদালতে হাজিরা দিতে হয় তাঁকে। পড়তে হয় প্রশ্নের মুখে। তাঁর উপর জারি হয়েছে নানা ধরনের নিষেধাজ্ঞাও।
তবে বিশাল এই আর্থিক তছরুপের মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তদন্তের পর জানা যায়, জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। আর সুকেশের থেকে নাকি একাধিক বহুমূল্য উপহার এবং আর্থিক সুবিধা নিয়েছিলেন শ্রীলঙ্কার সুন্দরী। এই নিয়ে একাধিক বার জিজ্ঞাসাবাদও করা হয়েছে জ্যাকলিনকে।
আরও পড়ুন: পরপর প্রায় সব ছবি ফ্লপ! অক্ষয়-ইমরানকে আশার আলো দেখাতে পারল 'সেলফি'? পড়ুন রিভিউ
আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার
সম্প্রতি ফের আদালতে পেশ করা হয় সুকেশকে। জানা যায়, সেখানে বয়ান দিতে গিয়ে 'প্রেমিকা' জ্যাকলিনকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেন তিনি। সুকেশ বলেন, "জ্যাকলিন এই মামলার অংশ নয়। ওর দুশ্চিন্তা করা উচিত নয়। আমি ওকে আগলে রাখব।"
এখানেই শেষ নয়। সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন সুকেশ। জ্যাকলিন দাবি করেছিলেন, সুকেশ তাঁকে ব্যবহার করেছেন। অভিনেত্রীর এই মন্তব্যের কথাও জানানো হয় তাঁকে। তার পরেও জ্যাকলিনের হয়েই কথা বলতে শোনা যায় আর্থিক তছরুপ মামলা মূল অভিযুক্তকে। তিনি বলেন, "আমি ওর বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। ওর এ সব বলার পিছনে নিশ্চয়ই অনেক কারণ আছে। আমি এটা নিয়ে কোনও কথা বলতে চাই না। কাউকে ভালবাসলে, তাকে আগলে রাখতে হয়।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।