Jacqueline Fernandez-Sukhesh chandrasekhar: 'ওকে আগলে রাখব'! আদালতে জ্যাকলিনকে নিয়ে আবেগঘন আর্থিক তছরুপে অভিযুক্ত সুকেশ

Last Updated:

Jacqueline Fernandez-Sukhesh chandrasekhar: সম্প্রতি ফের আদালতে পেশ করা হয় সুকেশকে। জানা যায়, সেখানে বয়ান দিতে গিয়ে 'প্রেমিকা' জ্যাকলিনকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেন তিনি।

জ্যাকলিনকে আগলে রাখার কথা বললেন সুকেশ
জ্যাকলিনকে আগলে রাখার কথা বললেন সুকেশ
মুম্বই: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ। তা নিয়ে অভিনেত্রীর ভোগান্তির শেষ নেই। কাজ ফেলে মাঝেমধ্যেই আদালতে হাজিরা দিতে হয় তাঁকে। পড়তে হয় প্রশ্নের মুখে। তাঁর উপর জারি হয়েছে নানা ধরনের নিষেধাজ্ঞাও।
তবে বিশাল এই আর্থিক তছরুপের মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তদন্তের পর জানা যায়, জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। আর সুকেশের থেকে নাকি একাধিক বহুমূল্য উপহার এবং আর্থিক সুবিধা নিয়েছিলেন শ্রীলঙ্কার সুন্দরী। এই নিয়ে একাধিক বার জিজ্ঞাসাবাদও করা হয়েছে জ্যাকলিনকে।
advertisement
advertisement
সম্প্রতি ফের আদালতে পেশ করা হয় সুকেশকে। জানা যায়, সেখানে বয়ান দিতে গিয়ে 'প্রেমিকা' জ্যাকলিনকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেন তিনি। সুকেশ বলেন, "জ্যাকলিন এই মামলার অংশ নয়। ওর দুশ্চিন্তা করা উচিত নয়। আমি ওকে আগলে রাখব।"
advertisement
এখানেই শেষ নয়। সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন সুকেশ। জ্যাকলিন দাবি করেছিলেন, সুকেশ তাঁকে ব্যবহার করেছেন। অভিনেত্রীর এই মন্তব্যের কথাও জানানো হয় তাঁকে। তার পরেও জ্যাকলিনের হয়েই কথা বলতে শোনা যায় আর্থিক তছরুপ মামলা মূল অভিযুক্তকে। তিনি বলেন, "আমি ওর বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। ওর এ সব বলার পিছনে নিশ্চয়ই অনেক কারণ আছে। আমি এটা নিয়ে কোনও কথা বলতে চাই না। কাউকে ভালবাসলে, তাকে আগলে রাখতে হয়।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Fernandez-Sukhesh chandrasekhar: 'ওকে আগলে রাখব'! আদালতে জ্যাকলিনকে নিয়ে আবেগঘন আর্থিক তছরুপে অভিযুক্ত সুকেশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement