Jacqueline Fernandez | Salman Khan: আর্থিক প্রতারণার মামলায় জড়িয়েছেন জ্যাকলিন! সলমনের বড় ইভেন্ট থেকে বাদ পড়লেন নায়িকা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Jacqueline Fernandez | Salman Khan: বিতর্কের মধ্যেই সলমন খানের (Salman Khan) গ্র্যান্ড ইভেন্ট 'দা-ব্যাং টুর' থেকে বাদ পড়লেন জ্যাকলিন।
#মুম্বই: সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। সেই বিষয়ে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। রবিবার এই বিষয়ে ফের জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে আটক করেন ইডি আধিকারিকরা। এই বিতর্কের মধ্যেই সলমন খানের (Salman Khan) গ্র্যান্ড ইভেন্ট 'দা-ব্যাং টুর' থেকে বাদ পড়লেন জ্যাকলিন। জানা যাচ্ছে, জ্যাকলিনের জায়গায় দেখা যাবে ডেজি শাহকে।
এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ইডি-র স্ক্যানারে এবং এই বিতর্কে জড়িয়ে পড়ার ফলস্বরূপই সলমনের এই শো থেকে বাদ পড়েছেন শ্রীলঙ্কান সুন্দরী (Jacqueline Fernandez)। বলিউডে জ্যাকলিন সলমনের ভালো বন্ধু হিসেবেই পরিচিত। দুজনে একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন। গতবছর লকডাউনে সলমন খানের (Salman Khan) ফার্মহাউসে বেশ কিছুদিন ছিলেন জ্যাকলিন। সৌদি আরবের রিয়াধে গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করেছেন সলমন, যার নাম দা-ব্যাং টুর।
advertisement
advertisement
এই ইভেন্টে উপস্থিত থাকার কথা শিল্পা শেট্টি, সুনীল গ্রোভার, আয়ুষ শর্মা, কমল খানের। জ্যাকলিনেরও এই শোয়ে থাকার কথা ছিল। কিন্তু তিনি এই মুহূর্তে দেশ ছাড়তে পারবেন না। আর তাই বাদ পড়তে হল অভিনেত্রী (Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) মামলায় ইডি জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকলিনকে। সেই মামলাতেই রবিবার মুম্বই বিমানবন্দরে আটক হলেন তিনি ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে রয়েছে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। রবিবার রাতে জ্যাকলিনকে আটক করা হলেও শীঘ্রই ছেড়ে দেওয়া হয়। CNN-News18 সূত্রে খবর, তাঁকে খুব সম্ভবত দিল্লিতে নিয়ে আসা হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের প্রতারণার টাকায় জ্যাকলিনও সুবিধাপ্রাপ্ত বলে জানা যাচ্ছে। সুকেশ তাঁকে দামী গাড়ি ও একটি ঘোড়া উপহার দিয়েছিলেন।
advertisement
সুকেশের বিরুদ্ধে ৭০০০ পাতার একটি চার্জশিট ফাইল করেছে ইডি। সুকেশের সঙ্গে তার স্ত্রী লীনা মারিয়া পলও অভিযুক্ত। এই ঘটনায় নাম জড়িয়েছে বলিউডের আরও এক অভিনেত্রী নোরা ফাতেহিরও (Nora Fatehi)। নোরাকেও একটি দামী গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2021 3:01 PM IST