মুম্বই: ভারতে এসেছেন কে-পপ তারকা জ্যাকসন ওয়াং। মুম্বইয়ে লোলাপালুজা ফেস্টিভ্যালে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি। এ দেশে জ্যাকসনের অনুরাগীর সংখ্যা কিছু কম নয়। নেটমাধ্যমে একাধিক বার ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। সেই সুযোগ পেয়েই কাজের ফাঁকে ঘুরে দেখলেন মুম্বইয়ের অলিগলি।
শহর দর্শনে জ্যাকসনের সঙ্গী হয়েছিলেন দিশা পাটানি। ভিনদেশী তারকাকে নিয়ে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়ালেন তিনি। আনন্দের মুহূর্তদের লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন জ্যাকসন।
View this post on Instagram
আরও পড়ুন: কয়েকশো কোটি পাঠানের ঝুলিতে! তবে ব্যবসা নয়, কী পেতে ছবি করেন শাহরুখ
আরও পড়ুন: ভেবেছিলেন পেশা পরিবর্তনের! 'জিরো' ব্যর্থ হওয়ার পর রান্না শিখেছিলেন শাহরুখ খান
ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'সব সময়ই এই শহরটাকে দেখতে চেয়েছিলাম। অবশেষে সেই সুযোগ পেলাম। বিমানবন্দর আর শোয়ে সকলের সঙ্গে দেখা থেকে শুরু করে নতুন সব বন্ধু পাওয়া, সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা।'
শুধু দিশার সঙ্গেই নয়, ভারতে এসে হৃতিকের সঙ্গেও দেখা করেন জ্যাকসন। একসঙ্গে ছবিও তোলেন তাঁরা। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কে-পপ তারকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Disha Patani