Ishq with Nusrat : পরমব্রতর সঙ্গে ডেটে যেতে চান ঋতাভরী! নুসরতের শোয়ে প্রেম নিয়ে খোলামেলা অভিনেত্রী

Last Updated:

Ishq with Nusrat : অভিনেত্রী নুসরত জাহানের চ্যা‌ট শো 'ইশক উইথ নুসরত'-এ প্রেম, সম্পর্ক, যৌনতা নিয়ে খোলামেলা আড্ডা দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।

পরমব্রতর সঙ্গে ডেটে যেতে চান ঋতাভরী! নুসরতের শোয়ে প্রেম নিয়ে খোলামেলা অভিনেত্রী
পরমব্রতর সঙ্গে ডেটে যেতে চান ঋতাভরী! নুসরতের শোয়ে প্রেম নিয়ে খোলামেলা অভিনেত্রী
#কলকাতা : অভিনেত্রী নুসরত জাহানের চ্যা‌ট শো 'ইশক উইথ নুসরত'-এ (Ishq with Nusrat) প্রেম, সম্পর্ক, যৌনতা নিয়ে খোলামেলা আড্ডা দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এই এপিসোডের টিজার বেশ সাড়া ফেলেছিল। এবার গোটা এপিসোড থেকে আরও বিশদে জানা গেল অভিনেত্রীর পছন্দ অপছন্দের কথা। আর এই শোতেই ঋতাভরী জানান, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি ডেটে যেতে চান।
শোয়ের শেষ পর্যায়ে এক‌টি র‍্যাপিড ফায়ার রাউন্ড আছে। সেই রাউন্ডে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন নুসরত (Nusrat Jahan)। নুসরত জিজ্ঞাসা করেন, টলিউড থেকে কোন অভিনেতার সঙ্গে ডেটে যেতে চান। উত্তরে ঋতাভরী (Ritabhari Chakraborty) বলেন, "আমার মনে হয় পরমদা (Parambrata Chatterjee)।" নুসরত পাল্টা বলেন, "এই হল বাঙালি। পরম 'দা' কে ডেটে নিয়ে যাব।" তখন উত্তরে ফের ঋতাভরী বলেন, "ডেটের পরে দা আর বলব না।"
advertisement
ঋতাভরী (Ritabhari Chakraborty) মিনিয়েচার বানাতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও প্রায়ই শেয়ার করেন তিনি। নুসরতকেও এই শোয়ে তিনি একটি মিনিয়েচার উপহার দেন। নুসরত এরপরে কয়েকজন তারকার নাম নিয়ে জিজ্ঞাসা করেন যে, প্রথম ডেটে তাঁদের ঋতাভরী কী মিনিয়েচার উপহার দেবেন। অভিনেত্রী জানান, পার্ণো মিত্রকে তিনি বইয়ের মিনিয়েচার দেবেন এবং মিমি চক্রবর্তীকে কুকুর ছানার মিনিয়েচার উপহার দেবেন। পরমব্রতরও নাম উল্লেখ করেন নুসরত। উত্তরে ঋতাভরী বলেন, তিনি নিজের ও পরমব্রতের (Parambrata Chatterjee) মিনিয়েচার বানিয়ে রেখে দিতে চান।
advertisement
advertisement
এই শোয়ে আরও অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ঋতাভরী। এই র‍্যাপিড ফায়ারেই নুসরত প্রশ্ন করেন, ঋতাভরী কোনও অদ্ভুত জায়গায় কোনও পুরুষের সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন কিনা? এই প্রশ্নেরও স্পষ্ট জবাব দেন অভিনেত্রী। ঋতাভরী বলেন, রান্নাঘরে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। আর সেই রান্নাঘরটি নাকি অন্য কারোর বাড়ির।
advertisement
ঋতাভরী (Ritabhari Chakraborty) নিজের ডেটিং অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। এক পুরুষ বন্ধু সম্পর্কে অভিনেত্রী বলছেন, "আমরা দুজনেই একা ছিলাম। গা দিয়ে জুতোর গন্ধ বেরোচ্ছিল। তার পরে আমি টানা ৬ মাস কারও সঙ্গে ডেট করিনি।" সঞ্চালকের আসনে বসা নুসরতও এই শুনে অবাক হয়ে যান।
advertisement
প্রসঙ্গত, ইশক এফ এম-এর ইউটিউব চ্যানেলে এই এপিসোড ২৪ নভেম্বর প্রকাশিত হয়। নুসরতের (Nusrat Jahan) এই শোয়ের আগামী এপিসোডগুলিতে অতিথি তালিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, মদন মিত্র, যশ দাশগুপ্ত, কিরণ দত্ত এবং আরও অনেকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ishq with Nusrat : পরমব্রতর সঙ্গে ডেটে যেতে চান ঋতাভরী! নুসরতের শোয়ে প্রেম নিয়ে খোলামেলা অভিনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement