Kashmir Files And Oscars 2023: কাশ্মীর ফাইলস অস্কারে ‘শর্ট লিস্টে’? কতটা সত্যি বিবেকের দাবি, আসল কথা চমকে দেবে
- Published by:Uddalak B
Last Updated:
Kashmir Files And Oscars 2023: এর মধ্যে কয়েকটিতে ১৫টি এন্ট্রি রয়েছে, কয়েকটিতে রয়েছে ১০টি এন্ট্রি, তার একটিতেও কাশ্মীর ফাইলস কোনও স্থান পায়নি৷
কলকাতা: অস্কারে কি শর্ট লিস্টেড হয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দি কাশ্মীর ফাইলস’? তাই নিয়ে এখন জল্পনার শেষ নেই, এক দিকে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন, তাঁর ছবি অস্কারের বাছাই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে, আবার ছবির অভিনেতারাও বলছেন, অস্কারে ছবির মনোনয়নের কথা৷
এক কাঠি উপরে গিয়ে অভিনেতা অনুপম খের দাবি করেছেন, তিনি সেরা অভিনেতার তালিকাতেও মনোনীত হয়েছেন, কিন্তু এই দাবি কি সত্যি?
advertisement
advertisement
সম্প্রতি একাধিক ফ্যাক্ট চেক সংস্থা দাবি করেছে, এই দাবির সত্যতা কিছুই নেই৷ কেন, এমন কথা বলা হয়েছে! কারণ কাশ্মীর ফাইলস আসলেই কোন শর্ট লিস্ট বা বাছাই তালিকায় স্থান পায়নি৷ যে তালিকাটিকে বাছাই তালিকা বলে দাবি করছেন বিবেক, অনুপমরা, সেটি আসলে বাছাই তালিকা নয়, রিমাইন্ডারস লিস্ট৷ অস্কারের তরফ থেকে তাঁদের ওয়েবসাইটে স্পষ্টতই লেখা আছে, অস্কারের প্রাথমিক দৌড়ে, একে বারে প্রথমে যে ছবিগুলি থাকে, সেগুলির তালিকা এটি, কোনও বাছাই তালিকা নয়৷
advertisement
আরও পড়ুন : করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের
এ বার, অর্থাৎ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের প্রতিযোগিতায় যে প্রাথমিক ৩০১টি ছবি লড়ছে, তাদের মধ্যে রয়েছে কাশ্মীর ফাইলস৷ সেই তালিকায় ভারতের অফিশিয়াল সিলেকশন অন্য একটি ছবি৷ কাশ্মীর ফাইলস ছাড়াও সেই তালিকায় রয়েছে কান্তারা, আরআরআর, গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, মে ভাসান্ত্রো, রকেট্রি দ্যা নাম্বি এফেক্ট- সহ আরও কয়েকটি ছবি৷ কাশ্মীর ফাইলস তাদের মধ্যে একটি ছবি মাত্র৷ বিবেক আরও দাবি করেছেন, পাঁচটি সেরা ভারতীয় ছবির মধ্যে এটি একটি, সেটিরও কোনও ভিত্তি নেই৷
advertisement
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It’s one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema. 🙏🙏🙏
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023
advertisement
অভিনেতা অনুপম খেরও দাবি করেছেন, তিনি সেরা অভিনেতার তালিকায় এই ছবিতে অভিনয়ের জন্য শর্টলিস্টেড হয়েছেন৷ গত ডিসেম্বরের ২১ তারিখে অ্যাকাডেমি কর্তৃপক্ষ দশটি বিভাগের শর্টলিস্ট প্রকাশ করেছেন, সেগুলি হল নিম্নলিখিত:
advertisement
এর মধ্যে কয়েকটিতে ১৫টি এন্ট্রি রয়েছে, কয়েকটিতে রয়েছে ১০টি এন্ট্রি, তার একটিতেও কাশ্মীর ফাইলস কোনও স্থান পায়নি৷
এমনকী সেরা অভিনেতা বা অভিনেত্রীর বাছাই তালিকাও এখনও হয়নি, ফলে অনুপম খের কোথা থেকে, কোন শর্ট লিস্টের কথা বলছেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে৷ ফলে বলা চলা, কাশ্মীর ফাইলস নিয়ে ছবির পরিচালক ও অভিনেতাদের দাবি সঠিক নয়৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 6:27 PM IST