হৃতিকের ঘরে জামাই হচ্ছেন কার্তিক? সারা অতীত, বর্তমানে রোশন পরিবারেই ভরসা নাকি

Last Updated:

পশমিনা এবার বলিউডে পা রাখতে চলেছেন। ২০০৩ সালের শাহিদ কাপুর-অমৃতা রাওয়ের সুপারহিট ছবি 'ইশক ভিশক'-এর সিক্যুয়েলে কাজ করতে চলেছেন। তাঁর সঙ্গে দেখা যাবে রোহিত সরফ, জিবরান খান, নৈলা গ্রেওয়ালকে।

#মুম্বই: কার্তিক-সারা অতীত। 'ভুলভুলাইয়া ২'-এর নায়ক নাকি নতুন প্রেমে মজেছেন। শুধু তা-ই নয়, যাঁকে মন দিয়েছেন বলে শোনা যাচ্ছে, তিনি নাকি হৃতিক রোশনের পরিবারের সদস্য। হৃতিকের কাকা, সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের কন্যা পশমিনা রোশন। এমনই গুঞ্জনে তোলপাড় বলিপাড়া।
বহুদিন থেকেই বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে কার্তিক আরিয়ান এবং সারা আলি খান প্রেম করতেন। ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল' থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। তবে শোনা গিয়েছিল ছবি মুক্তির আগেই তাঁদের ভেঙে যায় তাঁদের সম্পর্ক। তবে তারকারা এ নিয়ে কোনও স্পষ্ট মন্তব্য করেননি কোনও দিন। কিন্তু পরিচালক-প্রযোজক করণ জোহর সেই গুঞ্জনে শিলমোহর বসিয়েছিলেন তাঁর চ্যাট শো 'কফি উইথ করণ'-এ। তার পর কার্তিকের ভাল বন্ধু কৃতী স্যাননের সঙ্গে গুঞ্জন শোনা গিয়েছিল মাঝে।
advertisement
advertisement
এ বার জানা যাচ্ছে, হৃতিকের খুড়তুতো বোনের সঙ্গে বেশ সময় কাটাতে দেখা যাচ্ছে কার্তিককে। আর তাতেই সন্দেহ গাঢ় হয়েছে। কিন্তু এখন কার্তিকের এক ঘনিষ্ঠ সূত্র মারফত অন্য খবর পাওয়া যাচ্ছে। সেই ব্যক্তির কথায়, ''এই ধরনের প্রেমের গুঞ্জনের কোনও সত্য নেই। কার্তিক একের পর এক ছবির সুযোগ পাচ্ছেন। আপাতত প্রেম করার কোনও সময় নেই তাঁর। গোটা বছরে প্রবল ব্যস্ত ছিলেন তিনি। 'ভুলভুলাইয়া ২'-এর পর 'ফ্রেডি'। তার উপর 'শেহজাদা' এবং 'সত্য প্রেম কি কথা'র শ্যুটিং চলেছে। আপাতত তাঁর মতো ব্যস্ত অভিনেতা কেবল নিজের কাজেই মন দিয়েছেন।''
advertisement
অন্য দিকে পশমিনা এবার বলিউডে পা রাখতে চলেছেন। ২০০৩ সালের শাহিদ কাপুর-অমৃতা রাওয়ের সুপারহিট ছবি 'ইশক ভিশক'-এর সিক্যুয়েলে কাজ করতে চলেছেন। তাঁর সঙ্গে দেখা যাবে রোহিত সরফ, জিবরান খান, নৈলা গ্রেওয়ালকে। 'ইশক ভিশক রিবাউন্ড' নামের এই ছবিটি প্রযোজনা করছেন রমেশ টরানি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
হৃতিকের ঘরে জামাই হচ্ছেন কার্তিক? সারা অতীত, বর্তমানে রোশন পরিবারেই ভরসা নাকি
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement