সইফ হামলার তদন্তে কলকাতায় পুলিশের চারজনের টিম! হামলাকারীর 'নিবিড়' যোগ বাংলার সঙ্গে?

Last Updated:

সইফ আলির ওপর হামলার ঘটনায় শিলিগুড়ি যাবে মুম্বই পুলিশ। শিলিগুড়ির পানি ট‍্যাঙ্কি এলাকা থেকে সিম নিয়েছিলেন অভিযুক্ত। খুকু মনি জাহাঙ্গীর-এর নামে সিম। পানি ট্যাঙ্ক-এর ঠিকানা শিলিগুড়ির। সইফ আলির ওপর যে হামলা চালিয়েছিলেন, সেই অভিযুক্ত যে সিম ব‍্যবহার করেছে সেটি তোলা হয় শিলিগুড়ি থেকে। সইফকে আক্রমণকারীকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷ পুলিশের আধিকারিকদের শরিফুল জানিয়েছে সে পেটের দায়েই এভাবে বাড়িতে বাড়িতে হামলার ছক করেছিল৷ ১৫ ডিসেম্বর থানের একটি রেস্তোরাঁয় হাউসকিপিংয়ের চাকরি হারিয়েছিলেন যখন জিতেন্দ্র পান্ডের মালিকানাধীন জনশক্তি সংস্থার সঙ্গে চুক্তিটি শেষ হয়ে যায়। তিনি সেই সময়ে আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়েছিলেন। তিনি অনেক কিছু বলেছিলেন৷

সইফ আলির ওপর হামলার ঘটনায় শিলিগুড়ি যাবে মুম্বই পুলিশ। শিলিগুড়ির পানি ট‍্যাঙ্কি এলাকা থেকে সিম নিয়েছিলেন অভিযুক্ত। খুকু মনি জাহাঙ্গীর-এর নামে সিম। পানি ট্যাঙ্ক-এর ঠিকানা শিলিগুড়ির। সইফ আলির ওপর যে হামলা চালিয়েছিলেন, সেই অভিযুক্ত যে সিম ব‍্যবহার করেছে সেটি তোলা হয় শিলিগুড়ি থেকে।
সইফকে আক্রমণকারীকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷ পুলিশের আধিকারিকদের শরিফুল জানিয়েছে সে পেটের দায়েই এভাবে বাড়িতে বাড়িতে হামলার ছক করেছিল৷ ১৫ ডিসেম্বর থানের একটি রেস্তোরাঁয় হাউসকিপিংয়ের চাকরি হারিয়েছিলেন যখন জিতেন্দ্র পান্ডের মালিকানাধীন জনশক্তি সংস্থার সঙ্গে চুক্তিটি শেষ হয়ে যায়। তিনি সেই সময়ে আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়েছিলেন। তিনি অনেক কিছু বলেছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সইফ হামলার তদন্তে কলকাতায় পুলিশের চারজনের টিম! হামলাকারীর 'নিবিড়' যোগ বাংলার সঙ্গে?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement