সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর! এবারের 'পৌষ পার্বন' জমজমাট সঞ্চারীর নতুন গানে

Last Updated:

গানটির সুরকার, লেখক ও গায়ক 'সুপার সিঙ্গার' খ্যাত সঞ্চারী সেনগুপ্ত

#কলকাতা: পৌষ সংক্রান্তি উপলক্ষে সম্প্রতি ট্রেলার লঞ্চ হল 'স্টারমঞ্চ'-এর নতুন গানের। গানটির সুরকার, লেখক ও গায়ক 'সুপার সিঙ্গার' খ্যাত সঞ্চারী সেনগুপ্ত।
ভারতের প্রথম কারাওকে অ্যাপ 'স্টারমঞ্চ' পৌষ সংক্রান্তি উপলক্ষে ট্রেলার লঞ্চ করল তাদের নতুন গান "পৌষ পার্বন"-এর। গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন সুপার সিঙ্গার মিউজিক্যাল রিয়েলিটি শো-এর বিজয়ী এবং 'ইন্ডিয়ান আইডল'-এর বর্তমান প্রতিযোগী সঞ্চারী সেনগুপ্ত।
advertisement
advertisement
এই গানটি স্টারমঞ্চের অনন্য সঙ্গীত লাইব্রেরিতে নতুন সংযোজন। গানের ট্রেলারটি শ্রোতাদের মনে পৌষ সংক্রান্তিতে একটি নতুন সূচনা এবং দিনব্যাপী উদযাপনের ভাবনা তুলে ধরে৷ এর আগে 'স্টারমঞ্চ'-এর তরফ থেকে এবছর পয়লা বৈশাখ উপলক্ষে 'পয়লা সবার থাক', রবীন্দ্র জয়ন্তী-তে 'সন্ধ্যেপাখি' , জামাই ষষ্ঠী-তে 'ষষ্ঠী মেড ইন হেভেন',  রথযাত্রা উপলক্ষে 'নয়নপথগামি', ঝুলন যাত্রার সময় 'এলো কি' এবং বিশ্বকর্মা পুজোয় 'বিশ্বকর্মা জয়', দুর্গা পুজোয় 'দেখবো ঠাকুর ঢ্যাংকুড়াকুর', লক্ষ্মীপুজোয় 'নারায়ণী স্তুতি', কালীপুজোয় 'দীপান্বিতা', ভাইফোঁটায় 'ভাইফোঁটার গান' এবং জগদ্ধাত্রী পুজোতে 'আসিও মা জগদ্ধাত্রী'  প্রমুখ গান  প্রকাশ করা হয়েছিল "বারো মাসে তেরো পার্বন" ক্যাম্পেনের অংশ হিসাবে। প্রতিটি গানই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে।
advertisement
পৌষ পার্বণ হল পিঠে-পুলির একটি সাংস্কৃতিক উদযাপন। 'স্টারমঞ্চ' এবছর সঞ্চারীর এই সুন্দর গানের মাধ্যমে শ্রোতাবন্ধুদের আরেকটি নতুন গান উপহার দিল । এই গানটি মকরসংক্রান্তির সম্পূর্ণ ভাবনা তুলে ধরতে সক্ষম হয়েছে বলেই আশাবাদী স্টারমঞ্চ ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর! এবারের 'পৌষ পার্বন' জমজমাট সঞ্চারীর নতুন গানে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement