পর্নে আসক্ত বৃদ্ধের হাতে গোদারের সিনেমা, অমর্ত্যর ওড়িয়া ছবির প্রশংসায় কাশ্যপ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
আজ, শুক্রবার ভুবনেশ্বর মুক্তি পেল এই ছবি। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে কলকাতা এবং মুম্বইয়ের প্রেক্ষাগৃহে। ভারত এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি। এই প্রথম কোনও ওড়িয়া ভাষার ছবি সারা ভারতব্যাপী মুক্তি পাচ্ছে।
#কলকাতা: অমর্ত্য ভট্টাচার্য। জন্মসূত্রে কলকাতার। চাকরিসূত্রে ওড়িশায় বাস। সেখানে বসেই ছবি বানানো। গল্প, চিত্রনাট্য, ক্যামেরা, কলর কারেকশন, এডিট, সব দায়িত্ব নিজেরই। এ বারও সে রকম ভাবেই বানিয়ে ফেলেছেন 'আদিউ গোদার'। কেবল সাউন্ডের দায়িত্বে ছিলেন অন্য এক শিল্পী।
ওড়িয়া ভাষার এই ছবি ইতিমধ্যে ২০২২ সালের কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে। তা ছাড়া কেরল, মস্কোর মতো সারা দেশব্যাপী বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে। সঙ্গ এক গুচ্ছ পুরস্কারও।
The first Odia film to release across India. Great job @platoonfilms . Looking forward to watching ithttps://t.co/hqowY8L6ut
— Anurag Kashyap (@anuragkashyap72) September 1, 2022
advertisement
advertisement
ছবিতে প্রহসনের মোড়কে গল্প বলা হয়েছে। এক বৃদ্ধের গল্প। পর্নোগ্রাফিতে আসক্ত। সিডি ভাড়া করে করে পর্ন দেখার অভ্যাস তাঁর এবং তাঁর কয়েক জন বন্ধুর। এ ভাবেই এক দিন তাঁর হাতে ভুল করে জঁ লুক গোদারের ছবির একটি ডিভিডি হাতে চলে আসে। এর পর থেকে ফরাসি পরিচালকের ছবির নেশায় বুঁদ হয়ে যান তিনি। গ্রামের সবাইকে সে ছবিও দেখান তিনি। তার পরের ঘটনাক্রম দেখানো হয় গল্পে।
advertisement
আজ, শুক্রবার ভুবনেশ্বর মুক্তি পেল এই ছবি। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে কলকাতা এবং মুম্বইয়ের প্রেক্ষাগৃহে। ভারত এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি। এই প্রথম কোনও ওড়িয়া ভাষার ছবি সারা ভারতব্যাপী মুক্তি পাচ্ছে। সে কথা লিখে ছবিটিকে শুভেচ্ছা জানালেন বলি পরিচালক অনুরাগ কাশ্যপ এবং তরণ আদর্শ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2022 4:48 PM IST