Pallavi Dey's Death: ঐন্দ্রিলার বয়ানে অসংগতি, কেন দু'বার দু'রকম কথা বললেন তিনি?

Last Updated:

Pallavi Dey's Death: ঐন্দ্রিলা পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে এসেছেন, বন্ধ ঘরে সাগ্নিক আর ঐন্দ্রিলা ছিল- সে কথা জানিয়েছেন তিনি৷ পাশাপাশি এও বলেছেন, ঐন্দ্রিলার চালচলন তাঁর ভাল লাগেনি৷

প্রথমবার  ঐন্দ্রিলা তাঁর বয়ানে জানিয়েছিলেন তিনি পল্লবীর সঙ্গে যোগাযোগ রাখতেন না৷ কথা হত না। ফ্ল্যাটে যাওয়ার কথাও অস্বীকার করেছিলেন তিনি৷ কিন্তু তাঁর বলা প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা মিলল না একেবারেই৷
বুধবার পল্লবীর পরিচারিকা দাবি করেন, পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে আসতেন ঐন্দ্রিলা৷ তারপরেই ভোল বদলে দেন ঐন্দ্রিলা। তখন তিনি বলেন, "পল্লবীর মৃত্যু সত্যিই বড় ধাক্কা। এত সফল হওয়ার পরেও কীভাবে একটা মেয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারে। ওর সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল, ভাল কথাবার্তা হতো। ওর থেকে একটা পজিটিভিটি পেতাম। জানি না কী কারণে ও এমন একটা সিদ্ধান্ত নিল।"
advertisement
advertisement
পরিচারিকা সেলিমা সর্দার জানান,'দাদা বৌদি প্রায়ই ঝগড়া করত। ঝগড়ার সময়ে দাদা দেয়ালে ঘুসি মারত এবং বৌদি নিজের গালে নিজে চড় মারত আর কাঁদত।' ঐন্দ্রিলা পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে এসেছেন, বন্ধ ঘরে সাগ্নিক আর ঐন্দ্রিলা ছিল- সে কথা জানিয়েছেন তিনি৷ পাশাপাশি  এও বলেছেন, ঐন্দ্রিলার চালচলন তাঁর ভাল লাগেনি৷
advertisement
এরপরেই ভোল বদলেছেন ঐন্দ্রিলা৷  ঐন্দ্রিলা জানিয়েছেন, পল্লবীর ফ্ল্যাটে তিনি একবারই গিয়েছিলেন। সেই রাতে সাগ্নিকের রক্ত বমি হয়। পরের দিন সকালেই পল্লবীর কলটাইম ছিল। তাই পল্লবী তাঁকে সেই রাতে থেকে যেতে বলেন। আরও দুই বন্ধু ছিল। ওরাও অফিসের জন্য বেরিয়ে যায়। এর পরে কাজের দিদি আসেন। ঐন্দ্রিলা জানান, ওই দিনের কথাই কাজের দিদি বলেছেন। পুরনো কথার সঙ্গে স্বাভাবিকভাবেই এই কথার মিল নেই৷  ঐন্দ্রিলা জানিয়েছেন সাগ্নিকের গ্রেফতারি সম্পর্কে তাঁর কিছু বলার নেই। পাশাপাশি তাঁর কথায়, "পুলিশি তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবো। যেটুকু পল্লবীকে আমি কাছ থেকে দেখেছি সব বলব। তার বাইরে যেগুলি মিথ্যে আমি বলব না।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey's Death: ঐন্দ্রিলার বয়ানে অসংগতি, কেন দু'বার দু'রকম কথা বললেন তিনি?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement