Chamkila FIRST Review Out: প্রকাশ্যে এল ‘চমকিলা’ ছবির প্রথম রিভিউ; দর্শকের মনে কি জায়গা করতে পারবে ইমতিয়াজ আলি পরিচালিত এই মিউজিক্যাল বায়োপিক?
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Chamkila FIRST Review Out: ইমতিয়াজ আলি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘চমকিলা’ ছবির প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়াকে।
মুম্বইঃ ইমতিয়াজ আলি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘চমকিলা’ ছবির প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়াকে। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল বায়োপিক নিয়ে বেশ উচ্ছ্বসিত ভক্তরাও!
মূলত এই ছবির প্রেক্ষাপটে ফুটে উঠেছে পঞ্জাবের প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী অমর সিং চমকিলার জীবনের গল্প। যিনি এক সময় ‘পঞ্জাবের এলভিস প্রেসলি’ হিসেবে জনপ্রিয় ছিলেন। মাত্র ২৭ বছর বয়সে ভাগ্যের পরিহাসে থেমে গিয়েছিল প্রতিভাবান এই শিল্পীর জীবনের দৌড়।
advertisement
advertisement
সোমবার সন্ধ্যায় নেটফ্লিক্স এবং এমএএমআই ‘চমকিলা’-র একটি প্রিভিউয়ের আয়োজন করেছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন মৃণাল ঠাকুর, অভনীত কৌর, শ্বেতা বসু প্রসাদ, ঈশ্বক সিং এবং ভুবন বামের মতো তারকারা। স্ক্রিনিংয়ের পরে শ্বেতা এবং ঈশ্বক তাঁদের প্রতিক্রিয়া ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, ‘চমকিলা’ ছবিটা ‘মাস্ট ওয়াচ’ তালিকায় থাকা উচিত।
এমএএমআই টিমের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়ে শ্বেতা বলেন, “আমি তো সবাইকে এই ছবিটি দেখার কথা বলব। এটা অনেকটা যেন লাইভ কনসার্ট ফিল্ম। আমি তো শুধু ওই মানুষটাকে (অমর সিং চমকিলা) ভাল ভাবে চিনি। আমার মনে হয়, দিলজিৎ, ইমতিয়াজ স্যার এবং সঙ্গীতের কারণে মানুষের এই ছবিটা আরও বেশি করে দেখা উচিত। এটা খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে।”
advertisement
আবার ঈশ্বকের কথায়, “এটা সকলের মাস্ট-ওয়াচ তালিকায় থাকা আবশ্যক। খুবই বিশেষ এই ছবিটি। এটা অনুপ্রেরণাদায়ক এবং এর মূল বিষয়টা অনেকটাই গভীর। আর বিশেষ বিষয়টি হল, এই ছবিতে রয়েছে ইমতিয়াজ আলির ছোঁয়া।”
এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “চমকিলা দুর্দান্ত ছবি। ইমতিয়াজ আলির দুর্ধর্ষ পরিচালনা, সেই সঙ্গে তাঁর গল্প বলার ধরনও অনবদ্য। আবার এক দিকে এআর রহমানের মন ভোলানো গান এবং অন্য দিকে দিলজিৎ দোসাঞ্জের দুর্ধর্ষ অভিনয়।”
advertisement
তবে অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে বেশ কিছু জটিলতার মুখে পড়তে হয়েছিল দিলজিৎকে। এ প্রসঙ্গে জানিয়েছিলেন খোদ অভিনেতাই। সংবাদমাধ্যমের কাছে দিলজিতের বক্তব্য, “বিষয়টা খুবই কঠিন ছিল। কারণ মানুষ চমকিলার গান শুনেছেন ছড়াগানের মতো করে। তাই অন্য কেউ যদি এই তাঁর গানগুলি গান, তাহলে বিষয়টা ১০১ শতাংশ খারাপ দেখায়। কিন্তু আমরা চেষ্টা করেছি। আর এআর রহমান স্যারের টিমও আমাদের প্রচুর সাহায্য করেছে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2024 4:53 PM IST