Iman Chakraborty: রাত জেগে আলপনা থেকে বিকেলে রথ নিয়ে পথে, শাড়ি-ফুলের মালায় গায়িকার রথযাত্রা দিনভর ব্যস্ততার

Last Updated:
কলকাতা : ভোরে এক চ্যানেলে বিশেষ লাইভ অনুষ্ঠান ৷ তার পর নিজের বাড়িতে পুজো ৷ বিকেলে রথের রশি হাতে পথে ৷ রথযাত্রার (Rathayatra) পুণ্য তিথি ইমন চক্রবর্তীর কাটল দিনভর ব্যস্ততায় ৷
উৎসবের সলতে পাকানো শুরু হয়েছিল আগের দিন রাত থেকেই ৷ তার ছবিও ফেসবুকে শেয়ার করেছিলেন গায়িকা ৷ রবিবার রাতে ইমন ছবি পোস্ট করেন, যেখানে তাঁর বাড়িতে চলছে আলপনা আঁকার কাজ ৷ পাশাপাশি, রান্নাঘরে বাকিদের সঙ্গে হাত মিলিয়ে মিষ্টান্ন তৈরির কাজও এগিয়ে রেখেছিলেন গায়িকা ৷
advertisement
সোমবার সকালে উঠেই যোগ দিয়েছেন চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে ৷ সেখানে ইমনের সম্পূর্ণ সনাতনী সাজে যোগ্য সঙ্গত দিয়েছে ওড়িশার শাড়ি এবং খোঁপা ঘিরে থাকা জুঁইয়ের মোটা মালা ৷ তার পর বাড়ি ফিরে যোগ দিলেন পারিবারিক জগন্নাথ আরাধনায় ৷ সেখানেও তাঁর সাজ একইরকম ৷ শুধু পরনের শাড়ি পাল্টে গিয়েছিল ৷ পরেছিলেন ওড়িশারই অন্য একটি স্নিগ্ধ শাড়ি ৷ চুলের মালা মলিন হলেও অক্ষত ৷ পুজো, যজ্ঞর পর পুষ্পাঞ্জলি ৷
advertisement
ফুলের মালায় সাজানো রথে (Rathyatra) জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে পথে বার হলেন বিকেলে  ৷ চোখে মুখে শ্রান্তির ছাপ স্পষ্ট ৷ কিন্তু উৎসাহে কোনও ভাটা নেই ৷
তবে রথযাত্রার ছবি ও ভিডিয়ো দিয়েও ট্রোলড হয়েছেন ইমন ৷ নেটিজেনের প্রশ্ন, রথ নিয়ে শোভাযাত্রায় তাঁদের সকলের মুখে মাস্ক নেই কেন? অবশ্য ট্রোলিং এর শিকার আগেও হয়েছেন তিনি ৷ ইয়াসধ্বস্ত এলাকায় ত্রাণবণ্টন থেকে নিজের বাড়িতে যোগাভ্যাস চর্চা, ইমনকে ঘিরে ট্রোলিং নিরবচ্ছিন্ন৷ পাল্টা উত্তর দিয়েছেন গায়িকা নিজেও ৷ তবে ট্রোলিং উপেক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল থাকতেই পথন্দ করেন ইমন ৷ কারণ তিনি বিশ্বাস করেন, ‘ভাল থাকাটা একটা আর্ট ৷ সবাই পারে না ৷’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty: রাত জেগে আলপনা থেকে বিকেলে রথ নিয়ে পথে, শাড়ি-ফুলের মালায় গায়িকার রথযাত্রা দিনভর ব্যস্ততার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement