ICC Women's World Cup: ICC বিশ্বকাপ জয়ের পর মহিলা ক্রিকেটারদের অভিবাদন জানালেন অনুষ্কা, প্রিয়াঙ্কা, কিয়ারা, বলছেন 'আমাদের চ্যাম্পিয়ন'
- Published by:Pooja Basu
- Written by:Trending Desk
Last Updated:
ঐতিহাসিক জয় বলিউড জুড়ে গর্বের ঢেউ তুলেছে, টিম ইন্ডিয়ার অসাধারণ কৃতিত্ব উদযাপন করতে সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছেন।
মুম্বই: যা দেখা যাচ্ছে, ক্রীড়াজগতের দিক থেকে একের পর এক সাফল্যের মুকুট যোগ হচ্ছে দেশের মুকুটে। খুব বেশি দিন হয়নি ভারতীয় পুরুষ ক্রিকেট দল ছিনিয়ে এনেছে এশিয়া কাপ ২০২৫-এর বিজয়ীর তকমা। আর এবার মহিলা ক্রিকেট দল জয় করল আইসিসি বিশ্বকাপ।
২ নভেম্বর, ২০২৫ তাই ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দিন দেশের মহিলা দল তাদের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়ে এল। হরমনপ্রীত কৌরের নির্ভীক নেতৃত্বে ভারত নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে ৫২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয় করল।
advertisement
advertisement
ভারত ২৯৮ রানের শক্তিশালী লক্ষ্য নির্ধারণ করে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানে অলআউট করে। দীপ্তি শর্মা এবং শেফালি ভার্মা উভয়ই অর্ধশতক হাঁকানোর পরে বল হাতে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন। তাঁদের অলরাউন্ড প্রতিভা ভারতকে ঘরের মাটিতে একটি শক্তিশালী জয় নিশ্চিত করতে সাহায্য করে, যার ফলে দেশ জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।
advertisement

উইমেন ইন ব্লু-র প্রশংসা করেছেন বলিউড তারকারা- ঐতিহাসিক জয় বলিউড জুড়ে গর্বের ঢেউ তুলেছে, টিম ইন্ডিয়ার অসাধারণ কৃতিত্ব উদযাপন করতে সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে। অভিষেক বচ্চন প্রথমেই প্রতিক্রিয়া জানালেন, লেখেন, “কাম অন!!!! ইন্ডিয়াআআআআআ!! বিশ্ব চ্যাম্পিয়ন। শাবাশ মহিলারা।” প্রিয়াঙ্কা চোপড়া জোনাস একটি আবেগঘন পোস্ট শেয়ার করে বলেন, “আমি নীল পোশাক পরা হিরোদের দেখে বড় হয়েছি… আজ রাতে তারা সবাই তার মতো দেখতে। বিশ্ব চ্যাম্পিয়ন। অভিনন্দন টিম ইন্ডিয়া।”
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সমর্থক হিসেবে পরিচিত অনুষ্কা শর্মা খেলোয়াড়দের কৃতিত্বের প্রশংসা করে লিখেছেন, “তোমরা চ্যাম্পিয়ন!! গুরুত্বপূর্ণ সাফল্য।” কিয়ারা আডবাণীও একই অনুভূতি প্রকাশ করে বলেন, “কী অসাধারণ মুহূর্ত, তোমরা ইতিহাস তৈরি করেছ!!! আমাদের নীল পোশাক পরা নারীদের অভিনন্দন।” অজয় দেবগন দলের সাহস এবং দৃঢ় সঙ্কল্প উদযাপন করে বলেন, “এমন একটি রাত যা আমরা কখনও ভুলব না। ধন্যবাদ, চ্যাম্পিয়নরা। এই দল বিশ্বকে দেখিয়েছে যে সত্যিকারের সাহস এবং বিশ্বাস কী করতে পারে!”
advertisement
A night we’ll never forget. Thank you, champions 💙 This team has shown the world what true grit and belief can do! 🇮🇳 pic.twitter.com/3Qj8SyTCOo
— Ajay Devgn (@ajaydevgn) November 2, 2025
সুনীল শেঠির হৃদয়গ্রাহী পোস্টটি সমগ্র জাতির আবেগকে তুলে ধরেছে: “ঘাম। আত্মা। দৃঢ়তা। নির্মল হৃদয়। আর এভাবেই ইতিহাস উজ্জ্বল হয়ে ওঠে! আমাদের নীল পোশাক পরা নারীদের গৌরবের পিছনে ছুটতে হয়নি, তারা তা অর্জন করেছেন। ভারতের প্রতিটি ছোট্ট মেয়ে এবং প্রতিটি ভারতীয়ের জন্য জোরে জোরে বলুন – আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 5:19 PM IST

