তাদের অধরা স্বপ্ন পূরণ করলেন হরমন-স্মৃতিরা, আবেগে ভাসলেন ঝুলন-মিতালি-অঞ্জুমরা

Last Updated:
Indian Women Cricket Team: ২০০৫ ও ২০১৭ সালে দুবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল। কিন্তু তীরে এসে ডুবেছিল তরী। হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনাদের হাত ধরে স্বপ্নপূরণ হল ভারতের প্রাক্তন কিংবদন্তীদের।
1/5
২০০৫ ও ২০১৭ সালে দুবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল। কিন্তু তীরে এসে ডুবেছিল তরী। বিশ্বজয়ের স্বাদ অধরাই থেকে গিয়েছিল ঝুলন গোস্বামী, মিতালি রাজ, অঞ্জুম চোপরাদের। অবশেষে ২০২৫ সালে হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনাদের হাত ধরে স্বপ্নপূরণ হল ভারতের প্রাক্তন কিংবদন্তীদের। আবেগে ভাসলেন ঝুলন-মিতালি-অঞ্জুমরা।
২০০৫ ও ২০১৭ সালে দুবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল। কিন্তু তীরে এসে ডুবেছিল তরী। বিশ্বজয়ের স্বাদ অধরাই থেকে গিয়েছিল ঝুলন গোস্বামী, মিতালি রাজ, অঞ্জুম চোপরাদের। অবশেষে ২০২৫ সালে হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনাদের হাত ধরে স্বপ্নপূরণ হল ভারতের প্রাক্তন কিংবদন্তীদের। আবেগে ভাসলেন ঝুলন-মিতালি-অঞ্জুমরা।
advertisement
2/5
ভারতের জয়ের পর ঠের এক দিকে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলছিলেন ঝুলন গোস্বামী। সেই সময় তাকে সেলিব্রেশনে ডেকে নেয় ভারতীয় দল। দলের সঙ্গে উৎসবে মাতলেন, অধরা ট্রফি লিফট করার সুযোগ পেয়ে চোখের জল বাঁধ মানেনি ঝুলনের। ঝুলন বলেন,
ভারতের জয়ের পর ঠের এক দিকে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলছিলেন ঝুলন গোস্বামী। সেই সময় তাকে সেলিব্রেশনে ডেকে নেয় ভারতীয় দল। দলের সঙ্গে উৎসবে মাতলেন, অধরা ট্রফি লিফট করার সুযোগ পেয়ে চোখের জল বাঁধ মানেনি ঝুলনের। ঝুলন বলেন,"২০২২ সালের হতাশা জনক পারফরম্যান্সের হরমন-স্মৃতিরা আমার ঘরে এসে প্রতিজ্ঞা করেছিল ২০২৫ সালে ট্রফি জিতবে আমার জন্য।" কথা বলতে বারবরা আবেগে ভাসছিলেন ঝুলন।
advertisement
3/5
ভারতীয় মহিলা দলের জয়ে উচ্ছ্বসিত মিতালি রাজও। ২০০৫ ও ২০১৭ দুবার তার অধিনায়কত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ট্রফি আসেনি। প্রাক্তন অধিনায়কের হাতে সম্মানের সঙ্গে বিশ্বকাপ ট্রফি তুলে দেন ভারতের মেয়েরা। ট্রফি উঁচিয়ে সেলিব্রেশনে মাতার পাশাপাশি আবেগে ভাসেন কিংবদন্তী তারকা ব্যাটার।
ভারতীয় মহিলা দলের জয়ে উচ্ছ্বসিত মিতালি রাজও। ২০০৫ ও ২০১৭ দুবার তার অধিনায়কত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ট্রফি আসেনি। প্রাক্তন অধিনায়কের হাতে সম্মানের সঙ্গে বিশ্বকাপ ট্রফি তুলে দেন ভারতের মেয়েরা। ট্রফি উঁচিয়ে সেলিব্রেশনে মাতার পাশাপাশি আবেগে ভাসেন কিংবদন্তী তারকা ব্যাটার।
advertisement
4/5
ভারতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য অঞ্জুম চোপড়াও দীর্ঘ  বছর অপেক্ষা করেছেন এই দিনটি দেখার জন্য। নিজের ক্রিকেট কেরিয়ারে না হলেও হরমন-স্মৃতিদের  সাফল্যে উচ্ছ্বসিত অঞ্জুম চোপড়া। আবেগ ভাসেন প্রাক্তন  তারকা।
ভারতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য অঞ্জুম চোপড়াও দীর্ঘ বছর অপেক্ষা করেছেন এই দিনটি দেখার জন্য। নিজের ক্রিকেট কেরিয়ারে না হলেও হরমন-স্মৃতিদের সাফল্যে উচ্ছ্বসিত অঞ্জুম চোপড়া। আবেগ ভাসেন প্রাক্তন তারকা।
advertisement
5/5
প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৯৮ রান করেছে। সর্বোচ্চ ৮৭ রান করছে শেফালি ভার্মা। এছাড়া হাফ সেঞ্চুরি করেছেন দীপ্তি শর্মা। উল্লেখযোগ্য অবদান রেখেছেন স্মৃতি মন্ধনা ও রিচা ঘোষ। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট হয়ে যায়। উলভার্ট সেঞ্চুরি করলেও তা কাজে আসেনি। দীপ্তি  শর্মা সর্বোচ্চ ৫টি উইকেট নেন।
প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৯৮ রান করেছে। সর্বোচ্চ ৮৭ রান করছে শেফালি ভার্মা। এছাড়া হাফ সেঞ্চুরি করেছেন দীপ্তি শর্মা। উল্লেখযোগ্য অবদান রেখেছেন স্মৃতি মন্ধনা ও রিচা ঘোষ। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট হয়ে যায়। উলভার্ট সেঞ্চুরি করলেও তা কাজে আসেনি। দীপ্তি শর্মা সর্বোচ্চ ৫টি উইকেট নেন।
advertisement
advertisement
advertisement