৫ বছর পর মঞ্চে ফিরছে হিপোক্রিটসের '১৬ পাতা'! কখন, কোথায় দেখবেন, সবটা জেনে নিন

Last Updated:

ফের মঞ্চস্থ হতে চলেছে '১৬ পাতা'। আপাতত তারই প্রস্তুতি তুঙ্গে। চলছে মহড়া। মঞ্চে আসার আগে নিজেদের ঝালিয়ে নিতে ত্রুটি রাখছেন না দলের সদস্যরা।

কলকাতা: দীর্ঘ ছ’মাস পর মঞ্চে ফিরছে কলকাতার জনপ্রিয় নাট্যদল হিপোক্রিটস। আরও একবার মঞ্চস্থ হতে চলেছে তাদের বহুল প্রশসিত নাটক ‘১৬ পাতা’। আপাতত তারই প্রস্তুতি তুঙ্গে। চলছে মহড়া। মঞ্চে আসার আগে নিজেদের ঝালিয়ে নিতে ত্রুটি রাখছেন না দলের সদস্যরা।
‘১৬ পাতা’ মোহিত চট্টোপাধ্যায়ের নাটক অবলম্বনে রচিত। তিনি এই নাটকে প্রচলিত সব কিছুর বাইরে গিয়ে দেখার কথা বলেছিলেন। তাই ’১৬ পাতা’ নাটকে কোনও নির্দিষ্ট স্থান-কাল-পাত্র নেই। তার পরতে পরতে কখনও উঠে আসে বিদ্রূপ, কখনও প্রলাপ, কখনও নির্ভেজাল কিছু সত্য বা এক লেখক এবং তার বন্ধুর মধ্যে নিছক কথোপকথন। হিপোক্রিটস-এর এই প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায়ের নাটকটির বিষয়বস্তুকে কেন্দ্র করে হলেও তা বর্তমান সময়ের কথাও তুলে ধরে।
advertisement
advertisement
মঞ্চে ‘১৬ পাতা’-য় অভিনয় করবেন সুস্নাত ভট্টাচার্য্য, অনিন্দ্য সাঁই এবং অর্চিতা চক্রবর্তী। নির্দেশনায় সৈকত ঘোষ। মঞ্চসজ্জায় রাহুল এবং স্বাধীন, আলোর দায়িত্বে সৈকত মান্না, মঞ্চ নির্মাণ করবেন অজিত রায়।
advertisement
‘১৬ পাতা’ হিপোক্রিটস্-এর ২৭তম প্রযোজনা। এছাড়াও ‘চেয়ারস’, ‘কন্ডিশন্স অ্যাপ্লাই’, ‘গডস টয়লেট’, ‘ইন লভ?’, ‘আমরা বাঙালি জাতি’, ‘ভজ গৌরাঙ্গ কথা’, ‘প্রিয়া ক্যাফে’, ‘তবে তাই’-এর মতো বেশ কিছু নাটক প্রযোজনা করেছে। ২০১৯ সালে শেষ বার মঞ্চস্থ হয়েছিল ‘১৬ পাতা’। দর্শকদের অনুরোধ মঞ্চে প্রত্যাবর্তন নাটকটির। ১১ আগস্ট, রবিবার জ্ঞান মঞ্চে ‘১৬ পাতা’ মঞ্চস্থ হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৫ বছর পর মঞ্চে ফিরছে হিপোক্রিটসের '১৬ পাতা'! কখন, কোথায় দেখবেন, সবটা জেনে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement