Hrithik Roshan Dates Saba Azad: ফের প্রাক্তন বয়ফ্রেন্ড ইমাদের সঙ্গেই সাবা! বান্ধবীকে নিয়ে প্রথম পোস্ট করলেন হৃত্বিক
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Saba Azad: এই সপ্তাহের শুরুতেই গুঞ্জন শোনা গিয়েছিল হৃত্বিক এবং সাবা নাকি শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন।
#মুম্বই: বলিউডের চিরকালীন হার্টথ্রব হৃত্বিক বেশ কয়েক সপ্তাহ ধরে সাবা আজাদের সঙ্গে ডেট (Hrithik Roshan Dates Saba Azad) করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও হৃত্বিক নিজে এই জল্পনাকে ঘিরে কোনও মন্তব্যই করেননি। শুক্রবার হৃতিক (Hrithik Roshan) সাবার প্রাক্তন প্রেমিক এবং সঙ্গীতজীবনের বন্ধু ইমাদ শাহের (Imaad Shah) সাথে সাবার আসন্ন কনসার্ট সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন। সাবাকে (Saba Azad) নিয়ে এই প্রথম প্রকাশ্যে কিছু পোস্ট করলেন বলিউডের গ্রিক গড। হৃতিক নিজে ইনস্টাগ্রাম স্টোরিজে পুনেতে সাবা এবং ইমাদের আসন্ন কনসার্টের একটি ছবি শেয়ার করেছেন।
মূল পোস্টে, সাবা তাঁর কনসার্টের বিষয়ে বিশদে জানান এবং অনুষ্ঠানে আসার জন্য অনুরাগীদের আমন্ত্রণও জানান। পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে, হৃত্বিক সাবাকে ট্যাগও করেছেন। সাবা (Hrithik Roshan Dates Saba Azad) ছবিটি আবার পোস্ট করেছেন এবং এমন সমর্থনের জন্য হৃত্বিককে ধন্যবাদও জানিয়েছেন।
হৃত্বিক রোশন বান্ধবী সাবা আজাদকে (Hrithik Roshan Dates Saba Azad) নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন।
advertisement
advertisement

হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও সাবা এবং ইমাদের প্রশংসা করেন। সুজান সাবার কনসার্টের একটি ভিডিও শেয়ার করেছেন এবং লিখেছেন, “কী দারুণ একটা অনুষ্ঠান! তুমি সুপার কুল এবং অত্যন্ত প্রতিভাবান।” সাবা ভিডিওটি আবার পোস্ট করে লিখেছেন, “ধন্যবাদ সুজি, গত রাতে তুমি এসেছিলে জেনে খুব আনন্দ পেলাম।”
advertisement
সাবা ও হৃত্বিকের প্রেম (Hrithik Roshan Dates Saba Azad) নিয়ে প্রথম জল্পনা শোনা যায় গত মাসে। জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল একটি রেস্তোরাঁতে। মিড ডে জানিয়েছিল হৃত্বিক কয়েক মাস ধরেই সাবার সঙ্গে তাঁর সম্পর্ক গোপন রেখেছিলেন। এমনকী যারা তাঁদের সম্পর্কের বিষয়ে আগে জানতেন তারাও জনসমক্ষে হৃত্বিক-সাবাকে একসঙ্গে দেখে অবাকই হয়েছিলেন। মিড ডে জানায়, “ওঁদের বন্ধুত্ব আরেকটু বিশেষ দিকে এগিয়েছে। গত মাসে, একান্তে সময় কাটাতে গোয়াতেও গিয়েছিলেন এই জুটি”।
advertisement
এই সপ্তাহের শুরুতেই গুঞ্জন শোনা গিয়েছিল হৃত্বিক এবং সাবা নাকি শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন। বলিউডলাইফ ডটকমের একটি প্রতিবেদনে বলা হয়, হৃত্বিক সাবার ব্যাপারে ‘খুবই সিরিয়াস’ এবং বিয়ের কথা চিন্তাভাবনাতেও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, একসঙ্গে বেশ সুখেই রয়েছেন তাঁরা এবং ফারহান আখতার-শিবানী দান্ডেকারের মতো সম্পর্কের ইচ্ছাও রয়েছে দু’জনের মনে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 10:12 AM IST