Hrithik Roshan : হৃতিক-সাবার পরেই নিজের প্রেম ফাঁস করলেন সুজ্যান! প্রেমিকের হাত ধরে ঘুরলেন জনসমক্ষে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Hrithik Roshan :মঙ্গলবার রাতে সেই মুম্বই বিমানবন্দরেই প্রেমিক আরসলান গোনির (Arslan Goni) হাত ধরে ঘুরলেন সুজ্যান (Sussanne Khan)।
#মুম্বই: প্রেমের হাওয়া বি-টাউনে। মঙ্গলবার প্রায় নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন হৃতিক রোশন (Hrithik Roshan) ও সাবা আজাদ (Saba Azad)। জনসমক্ষে পরস্পরের হাতে হাত রেখে ঘুরে বেড়িয়েছেন তাঁরা। বিমানবন্দর থেকে হাত ধরে বেরোনোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই বর্তমান প্রেমিকের হাতে হাত রেখে ঘুরে বেড়ালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ্যান খান (Sussanne Khan)।
মঙ্গলবার রাতে সেই মুম্বই বিমানবন্দরেই প্রেমিক আরসলান গোনির (Arslan Goni) হাত ধরে ঘুরলেন সুজ্যান (Sussanne Khan)। তাঁদের সম্পর্ক নিয়েও বেশ কিছুদিন হল নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। একই দিনে তাঁরাও সম্পর্ক প্রকাশ্যে আনলেন। হৃতিক ও সাবার মতো একই কায়দায় আরসলানের হাতে হাত রেখে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন সুজ্যান।
advertisement
advertisement
অন্যদিকে হৃতিক ও সুজ্যানের সম্পর্ক নিয়েও বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। মঙ্গলবার ক্যামেরার সামনে হাতে হাত রেখেই বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন তাঁরা। এই ভিডিও সোশ্যালে মুহূর্তে ভাইরাল হয়। নেটিজেনরা বলছেন, এভাবেই নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন হৃতিক ও সাবা।
advertisement
হৃতিক (Hrithik Roshan) ও সাবা (Saba Azad) প্রথম পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এক রেস্তোরাঁয়। এক সূত্র জানায়, একজন বন্ধুর মাধ্যমে দুজনের প্রথম সাক্ষাৎ হয়। এছাড়া তার আগে টুইটারে সামান্য কথোপথন হয়েছিল। কিন্তু প্রথম দেখার পর থেকেই তাঁদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। এমনকি রোশন পরিবারের মধ্যাহ্নভোজেও অংশ নিয়েছিলেন সাবা। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল। সাবার জন্য রোশন পরিবারকে থেকে খাবারও পাঠানো হয়।
advertisement
তবে হৃতিকের (Hrithik Roshan) বর্তমান প্রেমিকা অর্থাৎ সাবার সঙ্গে সম্পর্ক ভাল সুজ্যানেরও। সাবার একটি গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজ্যান। সেখানে সাবার গান শুনে মুগ্ধ হন হৃতিকের প্রাক্তন স্ত্রী। এমনকী ইনস্টাগ্রামে সাবার প্রশংসায় একটি পোস্টও করেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2022 6:43 PM IST