বিয়ে তো হয়েছে, বাচ্চা কবে? সরাসরি প্রিয়াঙ্কার সামনে রাখা হল প্রশ্ন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এর আগে প্রিন্স হ্যারি ও মেগান মর্কলের সঙ্গে ওফরার সাক্ষাৎকার নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ এরপর তাঁর শোয়ে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ ২০ মার্চ দেখানো হবে সেই সাক্ষাৎকার৷
#মুম্বই: নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে ছিল স্বপ্নের মতো৷ দেশি গার্লের বিদেশী বর নিয়ে মতামাতি হয়েছে অনেকটাই৷ বিয়ের কয়েক বছর হতে না হতেই এবার প্রিয়াঙ্কার পরিবর্তী পদক্ষেপের কথা জানতে চাইছেন সকলে৷ তবে কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনের কথাই এখানে বলা হচ্ছে৷ তিনি কবে মা হচ্ছেন? এখন এই প্রশ্নই উঠে আসছে প্রিয়াঙ্কার সামনে৷ এবং এই প্রশ্ন করলেন বিশ্বখ্যাত সঞ্চালক ওপরা উইনফ্রে৷ ওপরার নতুন টক শো সুপার সোলে এবার অতিথি হিসেবে দেখা মিলবে প্রিয়াঙ্কার৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছে যে কবে তিনি মা হতে চলেছেন! আপাতত দেখা মিলেছে অনুষ্ঠানের ঝলক৷ সেখানে ছোট ছোট প্রশ্ন উঠে এসেছে ৷ পুর্নাঙ্গ সাক্ষাৎকার দেখা যাবে ২০ মার্চ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার আত্মজীবনী আনফিনিশড৷ তাই নিয়ে প্রচারে ব্যস্ত ছিলেন পিগি চপস৷ এবার নিকের অ্যালবাম স্পেসম্যান মুক্তি পেয়েছে৷ এখন প্রিয়াঙ্কাও ব্যস্ত স্বামীর এই অ্যালবামের প্রচারে৷ তারই মধ্যে শোনা যাবে সন্তান নিয়ে তাঁর ও নিকের পরিকল্পনার কথা৷
এর আগে ওপরা উইনফ্রের সঙ্গে প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের সাক্ষাৎকার নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ ব্রিটেনের রাজবাড়ি সম্পর্কে মুখ খুলেছেন মেগান৷ রাজবাড়ির বেশ কিছু কুসংস্কার ও প্রাচীন মনোভাবে উঠে এসেছে ডায়না পুত্র ও তাঁর স্ত্রীর কথায়৷ সেই নিয়ে জোরদার চর্চা চলেছে৷ ওপরা পরবর্তী অতিথি তালিকায় থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া৷
advertisement
advertisement
এর আগে আরও এক বলিউড অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছিল ভারতীয় সংস্কারের কথা৷ তিনি হলেন ঐশ্বর্য রাই৷ তখনও তিনি বচ্চন ঘরনি হননি৷ নিজের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন ওপরার সঙ্গে৷ এমনকী শোয়ে তিনি শাড়ি পরা দেখিয়েছিলেন৷ পরে আবার ওপরার একটি শোয়ে স্বামী অভিষেকের সঙ্গে তিনি হাজির হন৷ ঐশ্বর্য এবং অভিষেককেও পড়তে হয়েছিল ওপরার চোখা চোখা প্রশ্নের মুথে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2021 1:40 PM IST

