নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক হয়েছে এই মানুষটির জন্যই!

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস ৷ -ফাইল চিত্র ৷

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস ৷ -ফাইল চিত্র ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: শুধুই কি বলিউড! এখন হলিউডেও ‘পিগি চপস ফিভার’৷ প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিশ্মায় বুঁদ হলিউডও ৷ আর এখন তো বি-টাউনের পাশাপাশি হলিউডেরও নজর প্রিয়াঙ্করা চোপড়া এবং তাঁর বয়ফ্রেন্ড নিক জোনাসেরর দিকে। দশ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে বেশ উচ্ছ্বল সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে এখন গভীর প্রেম। আর এই প্রেমের সম্পর্ক নাকি খুব তাড়াতাড়ি গড়াতে যাচ্ছে পরিণয়ে।

    তবে কী করে আলাপ হয়েছিল তাঁদের? শোনা যাচ্ছে দ্য 'রক' খ্যাত ডোয়াইন জনসনই নাকি প্রিয়াঙ্কা ও নিকের মধ্যে আলাপ করিয়ে দিয়েছিলেন ৷ সম্প্রতি এই হলি অভিনেতা নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রিয়াঙ্কা ও নিকের প্রেমের সম্পর্ক আমিই করিয়ে দিয়েছি। তাঁদের সম্পর্ক যদি ভাল যায় তাহলে এর ক্রেডিট আমাকেই নিতে হবে।’’

    the-rock_79

    কীভাবে সম্পর্ক করালেন জনসন? খুব সহজ একটা তথ্য হলো 'বেওয়াচ' ও 'জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গাল' একসঙ্গে কাজ করেছেন ডোয়াইন জনসন, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আর এই সময়টাতেই ঘটনা ঘটে গিয়েছে।

    First published:

    Tags: Bollywood Celebrities, Hollywood Celebrity, Nick Jonas, Priyanka Chopra, Priyanka Chopra and Nick Jonas, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া