Actor Death News: মর্মান্তিক! রহস্যমৃত্যু অভিনেতার, গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়তেই... করুণ পরিণতি তারকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actor Death News: পরিবারের মতে, তিনি তাঁর গাড়িতে পাওয়া কিছু চেক জমা দেওয়ার জন্য তার আগের দিন সন্ধ্যায় সেখানে গিয়েছিলেন। কিন্তু কাজটি করার জন্য গাড়ি থেকে বের হননি।
অ্যারিজোনা: মর্মান্তিক ঘটনায় প্রয়াত অভিনেতা। দু’দিন আগে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতা বেনজি গ্রেগরিকে। ১৯৮০-র দশকের প্রবল জনপ্রিয় সিটকম ‘ALF’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। অভিনেতার বোন জানালেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
বোন রেবেকা হার্টজবার্গ-ফাফিঙ্গার ফেসবুকে লিখেছেন, গ্রেগরিকে তাঁর সার্ভিস ডগ-সহ (বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে যে কুকুর থাকে) তাঁর গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। অ্যারিজোনার পিওরিয়াতে তাঁর গাড়িটি একটি ব্যাঙ্ক পার্কিং লটে ছিল।
আরও পড়ুন: মর্মান্তিক! রাতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ভয়ানক ঘটনা… অ্যাম্বুলেন্সেই মৃত্যু ৬ জনের
advertisement
advertisement
হার্টজবার্গ-ফাফিঙ্গার জানান, পরিবারের মতে, তিনি তাঁর গাড়িতে পাওয়া কিছু চেক জমা দেওয়ার জন্য তার আগের দিন সন্ধ্যায় সেখানে গিয়েছিলেন। কিন্তু কাজটি করার জন্য গাড়ি থেকে বের হননি। সম্ভবত গাড়ির ভিতরেই ঘুমিয়ে পড়েছিলেন এবং হিটস্ট্রোকে মারা গিয়েছেন। সেই সময়ে, অ্যারিজোনায় প্রবল তাপপ্রবাহ চলছিল।
তাঁর বোনের কথায়, ‘‘বেন অসম্ভব ভাল ছেলে, ভাই এবং কাকা। আশেপাশে থাকলেই মানুষ খুশি হয়ে যেত। সবাইকে হাসাতে পারতেন।’’ ম্যারিকোপা কাউন্টি থেকে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। মৃত্যুর তারিখ জানা গিয়েছে, তবে কীভাবে মৃত্যু হয়েছে, মৃত্যুর কারণ নিয়ে এখনও পরীক্ষা চলছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 4:58 PM IST