এবার সেন্সরের কোপে 'মিশন ইম্পসিবল', বাদ পড়ছে বেশ কিছু দৃশ্য

Photo Collected

Photo Collected

মিশন ইম্পসিবল ফলআউট মুক্তি পেয়েছে শুক্রবার ৷ কিন্তু ভারতে কিছু সমস্যায় পড়েছে এই ছবি ৷ ছবিতে কাশ্মীর নিয়ে কিছু বক্তব্য রয়েছে ৷ সঙ্গে কাশ্মীরের প্রেক্ষাপটে রয়েছে কিছু দৃশ্য ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: মিশন ইম্পসিবল ফলআউট মুক্তি পেয়েছে শুক্রবার ৷ কিন্তু ভারতে কিছু সমস্যায় পড়েছে এই ছবি ৷ ছবিতে কাশ্মীর নিয়ে কিছু বক্তব্য রয়েছে ৷ সঙ্গে কাশ্মীরের প্রেক্ষাপটে রয়েছে কিছু দৃশ্য ৷ সেখানেই আপত্তি সেন্সর বোর্ডের ৷ চিত্রনাট্যে কাশ্মীরের উল্লেখ রয়েছে ৷ ফলে কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছবিতে ৷ তবে এদেশের প্রেক্ষাগৃহে ছবি দেখলে কাশ্মীরের উল্লেখ পাবেন না ! সেন্সরের নির্দেশে এই কোপ ৷

    তবে কেন এমন হল, সে বিষয় স্পষ্ট করেনি সেন্সর বোর্ড ৷ কাশ্মীরের প্রসঙ্গ আসলেও, ছবিটি কাশ্মীরে শ্যুট করা হয়নি ৷ নিউজিল্যান্ডের তৈরি হয়েছিল নকল কাশ্মীর ৷ সেখানেই হয়েছে শ্যুটিং ৷ ট্রেলরে দেখা গিয়েছিল সেনার পোশাকে এক জওয়ান মাটিতে লুটিয়ে পড়ে আছে ৷ এছাড়াও ছবির ক্লাইম্যাক্সে কাশ্মীরেই আসছেন নায়ক এথান হান্ট ওরফে টম ক্রুজ ৷

    আরও পড়ুন আবার শুরু হচ্ছে জনপ্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি'

    এর আগে মিশন ইম্পসিবল ঘোস্ট প্রোটোকলে মুম্বই শহরের উল্লেখ পাওয়া যায় ৷ অভিনয় করেছিলেন অনিল কাপুরও ৷ তবে সে সময় কোন পরিবর্তন হয়নি ছবিতে ৷ আপাতত ছবি মুক্তি পেলেও শেষ ক্লাইম্যাক্সে বেশ কিছু দৃশ্য থেকে বঞ্চিত থাকবেন এ দেশের দর্শক ৷

    First published:

    Tags: Hollywood, Mission Impossible, Tom cruise