নাইটক্লাবে আলাপের পর হোটেলের স্যুটে যুবতীকে ধর্ষণ, গ্রেফতার গায়ক
Last Updated:
#প্যারিস: একটি নাইটক্লাবে আলাপ ৷ সেখান থেকেই একটি হোটেলের স্যুটে যান তাঁরা ৷ আর সেখানে নিয়ে গিয়েই নাকি যুবতীকে ধর্ষণ করেছিলেন ওই বিখ্যাত গায়ক ৷ আর এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷
এমন অভিযোগ উঠেছে মার্কিন র্যাপার ক্রিস ব্রাউনের বিরুদ্ধে ৷ গ্রেফতার করার পর পুলিশ জেরা শুরু করে দিয়েছে তাঁকে ৷ অভিযোগকারিণী দাবি, গত সপ্তাহে প্যারিসের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন ক্রিস। তাঁকে সাহায্য় করেছিল ক্রিসের বডিগার্ড ও এক বন্ধু। সূত্রের খবর, এই ধর্ষণের অভিযোগের পাশাপাশি ড্রাগ নেওয়ারও অভিযোগ উঠেছে ক্রিসের বিরুদ্ধে।
advertisement
ফরাসি সেলেব্রিটি ম্যাগাজিনের খবর অনুযায়ী, ২৪ বছরের ওই যুবতীর সঙ্গে চ্যাম্প ইলিসিস নামে একটি নাইটক্লাবে ক্রিসের আলাপ হয়। এরপরই হোটেলের স্যুটে যান তাঁরা। সেখানেই তাঁকে ধর্ষণ করেন ক্রিস। যদিও অন্য সূত্রের দাবি, প্যারিসে সেদিন পুরুষদের একটি ফ্যাশন উইকের শো-তে গিয়েছিলেন ক্রিস। সেখানেই যুবতীর সঙ্গে আলাপ হয় তাঁর। সেখানেই তাঁকে ধর্ষণ করেন তিনি।
advertisement
advertisement
advertisement
গত ২০১৬-এ ক্রিসের বিরুদ্ধে আরও একবার অভিযোগ উঠেছিল। হেনস্থার পাশাপাশি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল ক্রিসের কাছে। লস অ্যাঞ্জেলস পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল। ২০০৯ সালেও রিহানা তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে রিহানার সম্পর্ক ছিল। আহত হয়ে সে বছর রিহানা গ্র্যামি অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি। লাস ভেগাসেও একবার এক মহিলা হিংসার অভিযোগ তুলেছিলেন ক্রিস ব্রাউনের বিরুদ্ধে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2019 9:39 PM IST

