Home /News /entertainment /
হলিউড তারকাকে হিন্দি শিখিয়ে সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল বসতির মেয়ে মালিশা, মুহূর্তেই ছড়িয়েছে দুর্বার গতিতে

হলিউড তারকাকে হিন্দি শিখিয়ে সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল বসতির মেয়ে মালিশা, মুহূর্তেই ছড়িয়েছে দুর্বার গতিতে

(photo credit: instagram/@maleeshakharwa)

(photo credit: instagram/@maleeshakharwa)

এত বড় সেলিব্রিটির সঙ্গে অত্যন্ত সহজ সরল ভাবে সময় কাটিয়েছে মালিশা

 • Share this:

  #মুম্বই: এক অন্য অনুভূতি ৷ এক অনন্য অভিজ্ঞতাও বটে ৷ মায়াবি নগরী মুম্বইয়ের এক বসতি এলাকার বাসিন্দা ছোট্ট মেয়ে বর্তমানে সকলের  চর্চায় ৷ আর এই ঘটনাটি ঘটেছে হলিউড অভিনেতা রবার্ট হফম্যানের কারণেই ৷ মালিশার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে, রবার্ট হফম্যানের সঙ্গে ৷ ভিডিওটি মালিশা খারওয়া তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ এরপরেই ইনস্টাগ্রামে দুর্বার গতিতে ফলোয়ারের সংখ্যা বেড়ে গিয়েছে ৷

  রবার্ট হফম্যান এই বছরের ফেব্রুয়ারিতে মিউজিক ভিডিও-র কাজে ভারতে এসেছিলেন ৷ সেই সময়েই হফম্যানের সঙ্গে দেখা হয়েছিল মালিশার ৷ এর মধ্যে রবার্ট হফম্যান মালিশার সঙ্গে বেশ কিছু ভিডিও তৈরি করেছিলেন ৷ যেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে মালিশা তাঁকে হিন্দি শেখাচ্ছিলেন ৷ ওই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ একটি শিক্ষণীয় বিষয় ছিল যে এত বড় সেলিব্রিটির সঙ্গে অত্যন্ত সহজ সরল ভাবে সময় কাটিয়েছে মালিশা ৷ ভিডিওটি না দেখলে বিশ্বাস করাই অসম্ভব ৷

  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ মালিশা ও রবার্ট হফম্যানের ভিডিওটি বেশ পছন্দ করেছেন ৷ হিন্দি শেখানোর সময় মালিশা রবার্ট হফম্যানকে বলছিলেন যে তাঁর ফোন খারাপ হয়ে গিয়েছে, এরই মাঝে মালিশা রবার্টকে এই কথাটি ফের বলার জন্য অনুরোধ করছিলেন ৷ বাঙা ভাঙা হিন্দিতে বলে সবার মন জয় করেছিলেন তিনি ৷ রবার্টের প্রচেষ্টার সত্যি প্রশংসা না করে পারা যায়না ৷ এমন ভাবে হিন্দি বলছিলেন যেন সত্যি সত্যি হিন্দির প্রেমে পড়েছেন যেন তিনি তাঁর আগ্রহই বলে দিচ্ছে বাকি না বলা কথাগুলি ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Robert Hoffman

  পরবর্তী খবর