Oscars 2021: নায়ক-নায়িকা-ছবি-অ্যানিমেশন! সেরার সেরা কারা? অ্যান্ড দ্য অস্কার গোজ টু...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
চলতি বছর করোনার জেরে দু'মাস পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে অস্কার (Oscars 2021)। এ বছরও কোনও সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হল অস্কার।
#লস অ্যাঞ্জেলস: সকাল থেকেই টেলিভিশনের পর্দায় চোখ সিনেপ্রেমীদের। ভারতীয় সময় সোমবার সকালে অনুষ্ঠিত হল অস্কার ২০২১ (Oscars 2021)। চলতি বছর করোনার জেরে দু'মাস পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে অস্কার (Academy Awards 2021)। এ বছরও কোনও সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হল অস্কার।
এদিন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কারের (Oscars 2021) আসর বসেছিল লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার এবং লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে। করোনার জেরেই অস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে দুটো ভেন্যু। গোল্ডেন গ্লোব, বাফটার পথে হেঁটে অস্কার অনুষ্ঠানও এবারে ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে তারকাদের উপস্থিতি যেমন চোখে পড়ল, তেমনই ভার্চুয়ালি অর্থাৎ ঘরে বসেই বহু তারকা যোগ দিলেন অস্কারের আসরে।
advertisement
It's official! #Oscars pic.twitter.com/UfflgqdTqF
— The Academy (@TheAcademy) April 26, 2021
advertisement
এবার এক নজরে দেখে নেওয়া যাক ৯৩তম অস্কার বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র: নোম্যাডল্যান্ড (Nomadland) (ক্লোয়ি ঝাও)
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিনস (Anthony Hopkins) (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড (Frances McDormand) (নোম্যাডল্যান্ড)
advertisement
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (Chloe Zhao) (নোম্যাডল্যান্ড)
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (Daniel Kaluuya) (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া)
সেরা সহ-অভিনেত্রী: ইউ-জুং ইউন (Youn Yuh-Jung) (মিনারি)
সেরা চিত্রনাট্য (মৌলিক): প্রমিজিং ইয়ং উইম্যান (এমারেল্ড ফেনেল)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপটেড): দ্য ফাদার (ফ্লোরিয়ান জেলার)
সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র: অ্যানাদার রাউন্ড (থমাস ভিনটারবার্গ, ডেনমার্ক)
সেরা অ্যানিমেটেড ছবি: সোল (Soul) (পিক্সার স্টুডিও)
advertisement
সেরা পোশাক পরিকল্পনা: অ্যান রথ (মা রেইনিস ব্ল্যাক বটম)
সেরা সম্পাদনা: সাউন্ড অব মেটাল (মিকেল ইজি নিলসন)
সেরা রূপ ও চুলসজ্জা: মা রেইনিস ব্ল্যাক বটম
সেরা আবহসংগীত: সোল (জন বাতিস্তা, ট্রেন্ট রেজনর ও অ্যাটিকাস রস)
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (গ্যাব্রিয়েলা উইলসন-এইচইআর, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া)
সেরা শিল্প নির্দেশনা: ম্যাঙ্ক
advertisement
সেরা শব্দ সম্পাদনা ও মিশ্রণ: সাউন্ড অব মেটাল (নিকোলাস বেকার, জেমি বাকট, মিশেল কুটোলেংক, কারলোস করতেস, ফিলিপ ব্লাদ)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: টেনেট (অ্যান্ড্রু জ্যাকসন, ডেভিড লি, অ্যান্ড্রু লকলি, স্কট ফিশার)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জারস (ট্রেভন ফ্রি ও মার্টিন ডেসমন্ড রো)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: কোলেট (অ্যান্থনি জিয়াচিনো ও অ্যালিস ডোয়ার্ড)
advertisement
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ (উইল ম্যাককরমেক ও মাইকেল গোভিয়ার)
সেরা সিনেমাটোগ্রাফি: ম্যাঙ্ক (এরিখ মেসারস্মিডট)
Location :
First Published :
April 26, 2021 11:33 AM IST