Home Alone ছবির ৩০ বছর পূর্তি, জিঞ্জারব্রেড দিয়ে বানানো ছবির পুরো সেটের ভিডিও চমকে দেবে

Last Updated:

এই ছবির সম্মানেই তৈরি হয়েছে মস্ত একটি জিঞ্জারব্রেড কেক

হোম অ্যালোন (Home Alone) ছবিটার কথা মনে আছে নিশ্চয়ই? হলিউডের (Hollywood) এই ছবি একবার দেখলে ভোলা যায় না! ছোট বড় সবার প্রিয় এই ছবি সম্প্রতি তিরিশ বছর পূর্ণ করল। আর সেই জন্য এই সর্বকালের সেরা ক্রিসমাস (Christmas) ক্লাসিককে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে ডিজনি+ (Disney +)। এই ছবির সম্মানেই তৈরি হয়েছে মস্ত একটি জিঞ্জারব্রেড কেক। যেখানে ১৯৯০ সালে মুক্তি পাওয়া ছবিটার পুরো সেটটাই উঠে এসেছে!
এর পরে অবশ্য ছবিটির আরও তিনটে সিকোয়েলও মুক্তি পায়। ছবিটিতে একটি বেশ বড় বাড়িতে থাকত ছবির মূল চরিত্র কেভিন। এই স্পেশ্যাল কেকটি তৈরি হয়েছে কেভিনের সেই ম্যাকক্যালিস্টার ম্যানসনের আদলেই। হোম অ্যালোন ছবির গল্প শুরু হয়েছিল কেভিন (Kevin McCallister) ও তার মস্ত বড় পরিবারকে দিয়ে। ম্যাকক্যালিস্টার পরিবার প্রতিবারের মতোই ক্রিসমাসের (Christmas) আগে বেড়াতে যাচ্ছিল। সবাই যেতে পারলেও কোনও ভাবে বাড়িতেই আটকে যায় কেভিন। কেভিনের খালি বাড়িতে ডাকাতি করতে আসে একদল দুষ্টু লোক। কী ভাবে একা তাদের বিরুদ্ধে মোকাবিলা করল কেভিন আর কী ভাবেই ক্রিসমাসের দিন সে আবার ফিরে পেল তার পরিবারকে সেই নিয়েই তরতর করে এগিয়েছে গল্প।
advertisement
ডিজনি + ইউকে তাদের নিজস্ব ট্যুইটার (Twitter) হ্যান্ডলে শেয়ার করেছে কেক (Cake) তৈরি করার ভিডিও। তাঁর অসামান্য কেক ডিজাইনের জন্য বহুবার পুরস্কৃত হয়েছেন মিশেল উইবোওয়া (Michelle Wibowo)। তিনিই জিঞ্জারব্রেড আর আইসিং দিয়ে এই ১.২৫ মিটার চওড়া আর ১.৭ মিটার লম্বা কেকটি তৈরি করেছেন। কেকটি তৈরি করতে সময় লেগেছে ৩০০ ঘণ্টা।
advertisement
advertisement
ইতিমধ্যেই ভিডিওটির ভিউ ২৫.২ হাজার ছাড়িয়ে গিয়েছে। অনেক নেটিজেনই স্মৃতিমেদুর হয়ে পড়েছেন এই ভিডিও দেখে। কেভিনের বাড়ির আদলে তৈরি কেক দেখে অনেক মধুর স্মৃতি ফিরে আসছে বলে কমেন্ট করেছেন অনেকেই।
advertisement
মিশেল শুধু পূর্ণ দক্ষতায় বাড়িটি তৈরি করেছেন, তা কিন্তু নয়। ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য যেখানে দুষ্টু লোকেদের হাত থেকে বাঁচতে কেভিন তার স্লেড ছুঁড়ে মারছে, সেটিও ফুটিয়ে তুলেছেন তিনি।
কেকটিতে ৩৩টি জানলা, ৬৩টি গাছ, ১৪টি পিৎজা বক্স এবং ছটা ল্যাম্প পোস্ট রাখা হয়েছে। আর মজার কথা হচ্ছে যে এই সবগুলোই ভক্ষণযোগ্য!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Home Alone ছবির ৩০ বছর পূর্তি, জিঞ্জারব্রেড দিয়ে বানানো ছবির পুরো সেটের ভিডিও চমকে দেবে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement