Hema Malini in Metro: অসহ্য গরমে হেমা মালিনীকে যাতায়াত করতে হচ্ছে মেট্রো এবং অটোতে ! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

Hema Malini in Metro: কেন আচমকা গণপরিবহণে যাতায়াত করার দরকার পড়ল অভিনেত্রীর? সেটাও ট্যুইট করেছেন অভিনেত্রী তথা রাজনীতিক হেমা।

মুম্বই : মঙ্গলবার ব্যস্ততার মাঝে বড় চমক মুম্বইয়ের মেট্রোযাত্রীদের। সেখানে তাঁদের সহযাত্রী কিনা হেমা মালিনী। বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। বিগত দশকের সুপারস্টার সাধারণ মুম্বইকরের মতো মেট্রোতে যাতায়াত করছেন এই গরমে-বিশ্বাসই করতে পারছেন না যাত্রীরা। কিন্তু কেন আচমকা গণপরিবহণে যাতায়াত করার দরকার পড়ল অভিনেত্রীর? সেটাও ট্যুইট করেছেন অভিনেত্রী তথা রাজনীতিক হেমা।
সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন গাড়িতে মুম্বইয়ের শহরতলিতে দহিসরে পৌঁছতে তাঁর সময় লেগেছিল ২ ঘণ্টা। ক্লান্তিকর এই যাত্রা থেকে মুক্তি পেতে তিনি গাড়ি ছেড়ে মেট্রোতে ওঠেন। বাকি মাত্র আধঘণ্টায় পাড়ি দিয়ে পৌঁছে যান গন্তব্যে।
তাঁর মেট্রো সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হেমা। লিখেছেন ‘‘আমার অভিনব এবং অসাধারণ অভিজ্ঞতার কথা জানাতে চাই। ২ ঘণ্টা ড্রাইভ করে পৌঁছেছিলাম দহিসরে। কী ক্লান্তিকর! তার পরই ঠিক করলাম মেট্রোয় যাব। এবং দুর্দান্ত! খুব আনন্দ পেলাম।’’ তিনি জানান পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো সফরে তিনি আধঘণ্টায় পৌঁছে যান জুহুতে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  বেবিফুড নয়, প্রিয়ঙ্কা চোপড়ার খুদে মেয়ের পছন্দ এই খাবার
মেট্রোতেই শেষ নয়। ডিএন নগরে মেট্রো থেকে নেমে তিনি জুহুতে পৌঁছন অটোয়। ড্রিমগার্ল জানিয়েছেন তাঁকে বাড়ির সামনে অটো থেকে নামতে দেখে চমকে গিয়েছেন নিরাপত্তাকর্মীরাই। আমজনতার সঙ্গে মেট্রোসফরে তাঁর যে খুবই ভাল লেগেছে, সেকথা জানাতে আরও একটি পোস্ট করেন হেমা।
advertisement
প্রসঙ্গত নামী অভিনেত্রী, দক্ষ নৃত্যশিল্পীর পাশাপাশি হেমা মালিনী মথুরার বিজেপি সাংসদও। তাঁকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০২০ সালে, ‘শিমলা মির্চি’ ছবিতে। তাঁর ফিল্মোগ্রাফিতে জ্বলজ্বল করছে ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘রাজা জানি’, ‘জুগনু’, ‘ড্রিম গার্ল’-সহ আরও অসংখ্য বক্সঅফিস সফল ছবি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hema Malini in Metro: অসহ্য গরমে হেমা মালিনীকে যাতায়াত করতে হচ্ছে মেট্রো এবং অটোতে ! কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement