GULLY BOY MOVIE REVIEW: এটা স্পষ্ট, বলিউডে চলবে শুধুই রণবীর ‘টাইম’ !

Last Updated:
#মুম্বই: ‘গল্লি বয়’ সিনেমাটা ঠিক কেমন, তাই তো খুঁজছেন ছবির সমালোচনায়? কিন্তু বিশ্বাস করুন আপনি যখন ‘গল্লি বয়’ দেখতে বসবেন, আড়াই ঘণ্টা ধরে জাগতিক বিষয়ের সব লজিক, কার্য-কারণ শর্ত, সূত্র সব ভুলে যাবেন ৷ বরং পর্দায় জোয়া আখতার, রণবীর সিং-রা যা দেখাবে, তাকেই জীবনের মূল উপপাদ্য বলে মনে হবে৷ আর এর বাইরে থেকে ভালো-মন্দের হিসেবটা হারিয়ে যাবে মুম্বইয়ের এঁদো গলিতে ৷ বাদ বাকিটা যা পড়ে থাকবে তা স্বপ্ন ও বাস্তবের এক মিশেল ৷ কিন্তু একেবারেই ফ্যান্টাসি নয় ৷
উপরের কথাগুলো পড়ে হয়তো মনে হতে পারে ‘গল্লি বয়’ মোটেই সহজ-সরল ছবি নয়৷ মনে হওয়াটা খুব একটা ভুলও নয় ৷ তবে জোয়া আখতার এই ছবিতে সাবপ্লটকে এমন ভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, যে আপাতত দৃষ্টিতে দেখলে এই ছবির বেশ সরল মনে হবে ৷ কিন্তু গল্লি বয়-এর অন্দরটা মোটেই সহজ নয় ৷ সুপ্তভাবে লুকিয়ে রয়েছে দেশের এই সময়ের কথা ৷ আর তাই হয়তো এই ছবি শুধুই ‘হিপহপ’ ধারার ছবি না হয়ে, কোথায় গিয়ে সমাজ ও রাজনীতির কথা বলে ৷
advertisement
advertisement
‘গল্লি বয়’-এর গল্প বলতে, মুরাদের (রণবীর সিং) স্বপ্নপূরণ করার গল্প ৷ গল্লি বয়ের গল্প বলতে, মুম্বইয়ের স্লাম থেকে বেরিয়ে সোজা হয়ে দাঁড়ানো গল্প ৷ কোথাও গিয়ে বেঁচে থাকার গল্প বলে জোয়া আখতারের এই ছবি ৷ আর যা রূপ পায় র‍্যাপে ব্যবহৃত নানা শব্দের মধ্যে দিয়ে ৷ ঠিক যেমন ‘আপনা টাইম আয়েগা...’ কিংবা ‘আসলি র‍্যাপ’, যা কিনা ছবির মূল বক্তব্যকেই এগিয়ে নিয়ে চলে ৷
advertisement
জোয়া আখতারের ‘গল্লি বয়’ পুরোটাই রণবীর সিংয়ের ছবি ৷ ঠিক যেমন বনশালির ‘পদ্মাবত’ ছবিতে খলনায়ক খলজি হয়েও গোটা নজরটা কেড়ে নিয়েছিলেন৷ গল্লি বয়তেও রণবীর যেন বাধ্য করলেন তাকিয়ে থাকতে ৷
gullyboy-509202808_6
রণবীর বার বার ইমেজ ভাঙছেন, বাজিরাও থেকে খলজি আর এবার মুরাদ ৷ আর এই ইমেজ ভাঙা মানে শুধুই লুক চেঞ্জ নয় ৷ বরং হাঁটাচলা, ওঠাবসা, গোটা ব্যক্তিত্বটাকেই একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন রণবীর ! আর তাই অবাক হয়ে দেখার মতো৷ এই ছবি প্রমাণ করে রণবীর দিন দিন কীভাবে নিজেকে পরিণত করছেন ৷ বলা ভালো নিজের কাছে নিজেই চ্যালেঞ্জ হয়ে উঠছেন রণবীর ৷
advertisement
রণবীর তো এই ছবির আসল চাবিকাঠি ৷ তবে একে দারুণভাবে সঙ্গত দিয়েছেন আলিয়া ভাট ও রণবীরের বাবার চরিত্রে বিজয় রাজ ! অল্প হলেও, মুগ্ধ করবেন কলকি কোয়েচলিন ৷
ranveer_singh_gully_boy_1024_1547028609_618x347
‘গল্লি বয়’ ছবিতে শুধুই রণবীর নয় ৷ ইমেজ ভাঙলেন পরিচালক জোয়া আখতারও ৷ জোয়ার আগের ছবির ‘পশ’ লুক এই ছবিতে একবারের জন্য জায়গা করে নেয় না ৷ যেভাবে জোয়া আগের সব ছবিগুলোতে ইয়ং জেনারেশনের কথা বলেন, এখানেও বলেছেন, কিন্তু তা অনেক বেশি বাস্তবধর্মী ৷ ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘দিল ধরক নে দো’র মতো এই ছবিতেও জার্নি রয়েছে ৷ তবে এই সফর অনেক বেশি বাস্তব ও কঠোর ৷ বলা ভালো ভিতরে চেপে রাখা স্বপ্নকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয়, তাই গোটা ছবিতে দেখিয়েছেন জোয়া ৷ আর ‘গল্লি বয়’ ছবিতে এটাই তাঁর জার্নি ! এখানে রীমা কাগতি-র কথা না বললে অন্যায় হবে ৷ কারণ, রিমার শক্তপোক্ত চিত্রনাট্যই এই ছবির আসল বাঁধন ৷ নাম করতে হয় সিনেম্যাটোগ্রাফার জে ওজা ৷ মীরা নায়ারের ‘সালাম বম্বে’-র পর মুম্বইয়ের ধারাভিকে এত ভালোভাবে ব্যবহার হয়তো আর কেউ করতে পারেননি, যা পেরেছেন জোয়া ও সিনেম্যাটোগ্রাফার জে ওজা৷
advertisement
gully-660_021319052500
শঙ্কর, এহেশান লয়ের হাত ধরে মুম্বইয়ের রিয়েল র‍্যাপারদের অসাধারণভাবে ব্যবহার করা হয়েছে ছবিতে ৷ আর যা কিনা এই ছবির আত্মা হিসেবে প্রকাশ পায় ৷
এই ছবির একটি সংলাপকে ধার নিয়ে বলা যায় ‘তেরে অন্দর এক তুফান হ্যায় !’ একথাটা যেন একশো শতাংশ সত্যি ৷ রণবীর সিংয়ের হাত ধরে এই ছবি এক ঝড়ের কথা বলে, যা কিনা সত্যিই ‘টাইম’ বদলের ইঙ্গিত দেয় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
GULLY BOY MOVIE REVIEW: এটা স্পষ্ট, বলিউডে চলবে শুধুই রণবীর ‘টাইম’ !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement