বচ্চন পরিবারে উলট পুরাণ, অভিষেককে জব্দ করতে জয়া ও ঐশ্বর্য্য ঠিক যা কীর্তি করতেন!
- Published by:Debalina Datta
Last Updated:
হয় মা নয় বউমা নয় এ বাড়িতে তো দেখছি পুরোই অন্য কেস!
#মুম্বই: হিন্দি বা বাংলা ধারাবাহিকে শাশুড়ি বউয়ের কোন্দল হল টিআরপি ধরে রাখার মহা অস্ত্র। কিন্তু সেটা যে কিছুটা হলেও অবাস্তব, সেটা বলে দিতে হবে না। সাধারণ মানুষ যেমন সেটা বোঝেন, একই কথা বিশ্বাস করেন তারকারাও। বচ্চন পরিবার বরাবরই আমজনতার কৌতূহলের কেন্দ্রে থাকে। অনেকেই ভাবেন যে শাশুড়ি জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গে বউমা ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) রসায়ন ঠিক কী রকম!
তবে এই নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন বাড়ির ছোট কর্তা মানে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) স্বয়ং। অভিষেক বলেন যে জয়া আর ঐশ্বর্যর সম্পর্ক তথাকথিত শাশুড়ি-বউয়ের মতো নয়। তাঁরা অনেকটা বন্ধুর মতো। অভিষেক জানিয়েছেন যে তিনি যখন অ্যাশকে বিয়ে করার কথা তাঁর মাকে জানিয়েছিলেন তখন যারপরনাই খুশি হয়েছিলেন জয়া।
অপর দিকে জয়া বলেছেন যে ঐশ্বর্য নিজেও একজন বড় তারকা। কিন্তু তা সত্বেও বচ্চন পরিবারে খুব সুন্দর ভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। জয়া আর ঐশ্বর্যর সম্পর্ক যেমনই হোক না কেন, মহা বিপদে পড়েছেন অভিষেক বচ্চন! যখনই স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয় বা যখনই তাঁকে কোণঠাসা করার দরকার হয়, তখনই জয়া আর ঐশ্বর্যর টিম তৈরি হয়ে যায়। অভিষেককে আরও ভ্যাবাচাকা খাইয়ে দিতে অনর্গল বাংলায় কথা বলতে শুরু করেন দু'জনে। জয়া নিজেই বাঙালি, তাই তাঁর পক্ষে বাংলায় কথা বলা কোনও বিশেষ কাজ নয়। ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) ছবিতে কাজের সুবাদে বহু বার কলকাতায় এসেছেন ঐশ্বর্য। ঋতুপর্ণর সুবাদে বাংলা ভাষা ভালোই রপ্ত করেছিলেন ঐশ্বর্যও। তাই তাঁরা বাংলায় কথা বলেন যাতে অভিষেক বিন্দুবিসর্গ বুঝতে না পারেন!
advertisement
advertisement
অভিষেক আর ঐশ্বর্য দু'জনেই এখন নানা ছবির কাজে ব্যাস্ত আছেন। এই বছরটা অভিষেকের জন্য বেশ শুভ ছিল। তাঁর অভিনীত দ্য বিগ বুল (The Big Bull) বছরের প্রথম ব্লকবাসটার হিসাবে গণ্য করা হচ্ছে। আগামী দিনে সুজয় ঘোষের (Sujay Ghosh) মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষের (Diya Annapurna Ghosh) ছবি বব বিশ্বাসে (Bob Biswas) নামভূমিকায় দেখা যাবে জুনিয়র বচ্চনকে। অনুরাগ কাশ্যপের ছবি গুলাব জামুনে (Gulab Jamun) কর্তা গিন্নি দু'জনেই কাজ করবেন বলে সূত্রের খবর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2021 10:20 PM IST