Viral Video: কখনও নাক দিয়ে তো কখনও মুখ দিয়ে ছাড়ছেন ধোঁয়া! অপুর মেজ বৌদি ওরফে সুস্মিতার ভিডিও ভাইরাল

Last Updated:

কাজের মাঝে কিছুটা সময় রিল্যাক্স করছেন অভিনেত্রী সুস্মিতা (Susmita Roy Chakraborty)

#কলকাতা: অপরাজিতা অপুতে (Aparajita Apu) তিনি খলনায়িকা৷ অপু-দীপুর মেজো বৌদি সবসময়ই এঁটে চলেছেন কোনও না কোনও ফন্দি৷ সবটাই অপুকে ফাঁসানোর জন্য৷ তার সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছেন আন্টি ২৷ তবে এতো কিছুতেও দমানো যাচ্ছে না অপুকে৷ সে নিজে সব ক্ষেত্রে জয়ী হয়ে ফিরছে৷ এবার মেজো বৌদি ওরফে সুস্মিতার একেবারে অন্য অবতারে৷ হাউজ পার্টিতে চূড়ান্ত আনন্দ করছেন তিনি৷ পরিবার ও বন্ধুদের সঙ্গে যেমন চলছে নাচ, তেমনই খানা-পিনা৷ এমন দুটি ভিডিও তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ যা দেখে ভক্তরা পেয়েছেন খুব মজা এবং সুস্মিতা রায় চক্রবর্তীর (Susmita Roy Chakraborty) ভিডিও ভাইরাল (Viral Video)হয়েছে৷
advertisement
সুস্মিতা রায় বেশ জনপ্রিয় অভিনেত্রী৷ তবে তাঁর অভিনয় জগতে আসা এবং নিজেকে প্রতিষ্ঠা করার পিছনে রয়েছে খুবই করুণ গল্প৷ অভিনয়ের টানে তিনি গ্রাম ছেড়ে চলে আসেন শহর কলকাতায়৷ প্রথম দিকে কাজ পেলেও সেভাবে আয় হত না৷ এমনও সময় গিয়েছে তাঁর যখন তিনি রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে৷ তবে কখনও লড়াই থেকে পিছিয়ে যাননি৷ অভিনয়ের থেকে মুখ ফিরিয়ে নেননি৷ ধীরেধীরে তিনি বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ এবং পেয়েছেন জনপ্রিয়তা৷ একের পর এক ভাল ভাল চরিত্রের অফার এসেছে তাঁর কাছে এবং তিনি তা খুব ভাল ভাবে ফুটিয়ে তুলেছেন৷ যার জেরে এখন তিনি সুপরিচিত সকলের কাছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
কাজের মাঝে কিছুটা সময় রিল্যাক্স করছেন অভিনেত্রী৷ তাই তো পরিবার ও বন্ধুদের সঙ্গে চুটিয়ে করছেন আনন্দ৷ খাওয়া-দাওয়া, নাচ গান হৈ হুল্লোড় করতে দেখা গিয়েছে সুস্মিতাকে৷ আপনিও দেখুন সেই ভিডিও৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: কখনও নাক দিয়ে তো কখনও মুখ দিয়ে ছাড়ছেন ধোঁয়া! অপুর মেজ বৌদি ওরফে সুস্মিতার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement