Viral Video: Govinda-Karishma Kapoor-এর সুপারহিট গানে দুরন্ত নেচে সোশ্যাল মিডিয়া কাঁপালেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী

Last Updated:

Viral Video: মুখে মিষ্টি হাসি সঙ্গে অনবদ্য ভঙ্গিতে ফের সোশ্যাল মিডিয়ায় বাজিমাত সুমনা চক্রবর্তীর

সুমনা চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
সুমনা চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
#কলকাতা: অনেকদিন পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী (Again Tele Actress Sumana Chakraborty's super dance video goes super viral in facebook) ৷ দারুণ অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি নাচের ক্ষেত্রেও বেশ সাবলীল দারুণ ভঙ্গিতে তিনি উপস্থাপন করে থাকেন ৷ মাঝেই মাঝেই তিনি নানান ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক আলাদা ভাললাগার মাত্রা সৃষ্টি করেন ৷
সুমনা চক্রবর্তী চিরদিনই আমি যে তোমারে (Sumana acted in Bengali Mega titled 'Chirodini Aami Je Tomar') অভিনয় করেছিলেন বর্তমানে অপরাজিতা অপুতেও অভিনয় করে সবার মন জয় করেছেন (Noe she is the star of Aparajita Apu) ৷ সব সময়ের মতই স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে মুখে হাসি, প্রাণশক্তিতে পরিপূর্ণ এই সুন্দরী নায়িকা আজকের দিনের বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ (One of the most poular face of Bngali televison is Sumana Chakraborty) ৷ নব্বইয়ের দশকের এক সুপার ডুপারহিট গানের সঙ্গে একটি ভিডিও শ্যুট করে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যা দুরন্ত ও দুর্বার গতিতে কাঁপিয়েছে (Sumana Chakraborty dances with ninety's super duper hit from Govinda and Karishma Kapoor's film Coolie No 1) ৷
advertisement
advertisement
ডেভিড ধাওয়ানের নির্দেশনায় নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট ছবি (THe super hit film Coolie Number 1 was directed by David Dhawan) কুলি নম্বর ওয়ান, কুমার শানু ও অলকা ইয়াগনিকের (Kumar Sanu ad Alka Yagnik was the singer of that song) গলায় ম্যায় তো রাস্তে সে যা রাহা থা, ম্যায় তো ভেলপুরী খা রাহা থা, ম্যায় তো লড়কি ঘুমা রাহা থা (The lyrics is that song is Main to Raaste se Jaa Raha Tha) ৷ এই গানের সামনে ফাঁকা ঘরে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী ৷ তাঁর এই অনবদ্য পারফরমেন্স মুহূর্তের মধ্যে ভাইরাল কাঁপিয়েছে ফেসবুকও (Super Viral Video) ৷ এই ভিডিওর মাধ্যমেই সুমনা ভক্তদের শুভ বিজয়া জানিয়েছেন ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: Govinda-Karishma Kapoor-এর সুপারহিট গানে দুরন্ত নেচে সোশ্যাল মিডিয়া কাঁপালেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement