যৌবন মাখা শরীরে লেপ্টে সাদা শিফন, সমুদ্রের তীরে উচ্ছ্বল দৌড় নায়িকার, ভাইরাল

Last Updated:

শরীরে উথাল পাথাল যৌবন আর পাশেই সমুদ্রের উথাল পাথাল ঢেউ...

#মুম্বই:  বিজেপি নেত্রী সোনালি ফোগট (Sonali Phogat) গত কিছুদিন ধরে খুব চর্চায় রয়েছেন৷ তিনি সম্প্রতি বিগ বসে ১৪ (Bigg Boss 14) ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে যোগ দিয়েছিলেন৷ শো চলাকালীন সোনালি ফোগট (Sonali Phogat Viral Video) লাস্যময়ী আবেদন নিয়ে একেবারে ধামাল মাচিয়েছেন৷ আর তাঁর এই অবতার নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন থামছেই না৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই এই ভিডিও শেয়ার করেছেন সোনালি৷ এই ভিডিওতে একেবারে অন্যরূপে দেখা গেছে লাস্যময়ী সোনালিকে৷
ভিডিওতে সোনালি সাদা শিফন শাড়ি পরে সমুদ্রের পাড়ে দৌড়চ্ছেন৷ এই অপূর্ব শরীরি মুভেমেন্টের পিছনে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত বাজিরাও মস্তানির গান বাজছে৷ সোনালি-র এই ভিডিও তাঁর ফ্যানদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে৷ ফ্যানরা এই ভিডিওতে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন৷ তাঁর অপূর্ব যৌবনে ভরা শরীরি রূপে বুঁদ হয়েছেন দর্শকরা৷ দেখে নিন সোনালির সেই শরীরি মোচড় ভরা ভিডিও৷
advertisement
advertisement
advertisement
বিগ বসে -র ঘরে সোনালি ফোগট খুব বেশিদিন স্থায়ী হননি৷ কিন্তু যে কদিন ছিলেন তাতেই তাঁর নাম নিয়ে জোর চর্চা (Gossip) হয়েছিল৷ আলি গোনি-র সঙ্গে কেমিস্ট্রি নিয়ে অনেক কথা হয়েছে৷ বিগবসের বাড়িতে সোনালি আলি -র সঙ্গে নিজের প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন৷  এখন সোনালি নিজের জীবন এনজয় করছেন৷ তিনি মুম্বইতে চলে আসছেন৷ এবং ফের একবার বিনোদন দুনিয়ায় নাম কায়েম করতে বদ্ধপরিকর তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
যৌবন মাখা শরীরে লেপ্টে সাদা শিফন, সমুদ্রের তীরে উচ্ছ্বল দৌড় নায়িকার, ভাইরাল
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement