#কলকাতা: টিভি অভিনেত্রী শ্রদ্ধা আর্যা (Shraddha Arya) বিভিন্ন সময়েই শিরোনাম ছিনিয়ে নেন৷ কুণ্ডলী ভাগ্য (Kundali Bhagya) সিরিয়ালে প্রীতা (Preeta)'-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন৷ তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ৷ নিজের বোল্ড অবতারে ফ্যানদের একেবারে মুগ্ধ করে দেন তিনি৷ নিজের গ্ল্যামারাস ছবি, লাস্যভরা নাচ দিয়ে দর্শকদের মনের মধ্যে একেবারে জায়গা করে নিয়েছেন বলিউডের টেলিভিশন দুনিয়ার এই অভিনেত্রী৷ ফের একবার নিজের শরীরি মোচড়ে নিজেকে একেবারে দর্শকদের কাছে সুপার ভাইরাল করে ফেলেছেন অভিনেত্রী৷ শ্রদ্ধা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে নিজের মাখন সাদা শরীরে স্বল্প পোশাকে নাচের একটি ভিডিও আপলোড করেছেন৷ ভিডিও সামাজিক মাধ্যমে আসার সঙ্গে সঙ্গেই সুপার ভাইরাল৷
এই লাস্যময় শরীরি নাচে শ্রদ্ধার সঙ্গী হয়েছে টিভিতে মা পার্বতী -র চরিত্রে অভিনয় করা তাঁর বান্ধবী হিনা পারমার৷ টিভিতে একেবারে সরল -সাদাসিধে বউয়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রীও শ্রদ্ধার সঙ্গে একেবারে কাঁটায় কাঁটায় পাল্লা দিচ্ছেন৷ স্বল্প পোশাকে শরীর প্রদর্শন থেকে শরীরি বিভঙ্গ সব একেবারে পারফেক্ট মা পার্বতীরও৷ এই দুই মাখন ত্বকের সুন্দরী রানওয়ে (Runaway)' গানের তালে শরীর দোলাচ্ছেন ৷
শ্রদ্ধা ব্ল্যাক ও হোয়াইট শর্টস ও স্পোর্টস ব্রা পরেছেন৷ অন্যদিকে দিশা পারমার কালো শর্টস ও স্পোর্টস অন্তর্বাসই পরেছেন৷ নিজেদের অপূর্ব সুন্দর শরীরের অবিরাম প্রদর্শন করছেন৷
View this post on Instagram
ভিডিও শেয়ার করে শ্রদ্ধা আর্যা ক্যাপশনে লিখেছেন, ‘আমার ়যোগগুরু ও প্রিয়বান্ধবী হিমা পারমরের সঙ্গে স্টাইলে স্ট্রেচিং’ - দুই তন্বী সুন্দরীর শরীরি আন্দোলন একেবারে চুটিয়ে উপভোগ করছেন নেটিজেনরা৷ একাধিক ফ্যান এই ভিডিওতে প্রশংসা ভরিয়ে দিয়েছেন৷ টিভি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা৷ তিনি ম্যায় লক্ষ্মী তেরি আঙ্গন কি, তুমহারি পাখি, ড্রিমগার্লের মতো একাধিক সিরিয়ালে কাজ করেছেন৷ তাঁর সৌন্দর্য্যের পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাকেও তাঁর ফ্যানরা কুর্নিশ করেন৷
এদিকে হিনাও একাধিক সিরিয়ালে কাজ করেছেন, জোধা-আকবর, ম্যায় ভি অর্ধাঙ্গিনী , পুনর্বিবাহ, বিঘ্নহর্তা গণেশের মতো সিরিয়ালে অভিনয় তরেছেন৷ ম্যায় লক্ষ্মী তেরি আঙ্গন কি-তে একসঙ্গে অভিনয় করেছেন দুই সুন্দরী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Gossip, Viral Video