Home /News /entertainment /
Sonu Sood: পদ্মবিভূষণ পরের কথা, ১৩৫ কোটি মানুষেরই ভালবাসাই যেথষ্ট! বিনয়ী সোনু সুদ

Sonu Sood: পদ্মবিভূষণ পরের কথা, ১৩৫ কোটি মানুষেরই ভালবাসাই যেথষ্ট! বিনয়ী সোনু সুদ

সোনু সুদ

সোনু সুদ

এক ভক্ত ট্যুইটারে লিখলেন যে সোনু সুদকে ভারত সরকার পদ্মবিভূষণে ভূষিত করুক৷ তিনি এর সমর্থন চাইলেন সকলের থেকে (Sonu Sood Padma awards)৷ তবে সোনুর উত্তর যেন এক ধাক্কাও আরও মানুষের মন ছুঁয়ে নিল৷

 • Share this:

  #মুম্বই: সোনু সুদ, রিয়াল হিরো (Sonu Sood, Real Hero)৷ ২০২০র দেশে লকডাউনের সময় থেকে সাধারণ মানুষের জন্য অসম্ভব পরিশ্রম করে চলেছেন সোনু সুদ৷ অধিকাংশ ছবিতে তাঁকে ভিলেনের চরিত্রে দেখা গেলেও, বাস্তবে তিনিই হিরো রূপে ধরা দিয়েছেন৷ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ তাঁদের সাহায্য করেছেন৷ তাই জনতার চোখে তিনিই সুপারহিরো৷ যিনি বাস্তবে কাজ করে চলেছেন দেশবাসীর জন্য৷ কোনও কিছুর বিনিময়ে তাঁর এই কাজ নয়৷ নিঃস্বার্থ ভাবেই অসহায় জনতার পাশে দাঁড়িয়েছেন সোনু৷ তাই এক লাফে সোনুর ভক্ত সংখ্যাও বেড়েছে বহুগুণ৷ সব সময়ই তিনি থাকেন খবরের শিরোনামে৷ এবার এক ভক্ত (যিনি নিজেও অভিনেতা)তাঁর জন্য পদ্ম সম্মানের দাবি জানালেন৷ তিনি ট্যুইটারে লিখলেন যে সোনু সুদকে ভারত সরকার পদ্মবিভূষণে ভূষিত করুক৷ তিনি এর সমর্থন চাইলেন খোদ সোনুর (Sonu Sood Padma awards)থেকে৷ তবে সোনুর উত্তর যেন এক ধাক্কাও আরও মানুষের মন ছুঁয়ে নিল৷ ভক্ত-অভিনেতার এই ট্যুইটের প্রেক্ষিতে সোনু লিখলেন, '১৩৫ কোটি মানুষের ভালবাসা পেয়েছি৷ এটাই তো আমার সবথেকে বড় সম্মান৷' উত্তরের মধ্যে ঝড়ে পড়ল একরাশ বিনয়৷

  সোনু নিজেও খুব সাধারণ জীবনযাপনে বিশ্বাসী৷ সব সময় সে কথা তিনি বলে এসেছেন৷ বহু জনপ্রিয় ছবিতে কাজ করেও মাটির কাছাকাছি রয়ে গিয়েছেন তিনি৷ তাই তো লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে তাঁর মন কেঁদে ওঠে৷ তাড়াতাড়ি তাদের জন্য ব্যবস্থা করতে এগিয়ে আসেন তিনি৷ প্রচুর মানুষকে সাহায্যও করেন একা হাতে৷ এরপর থেকে তাঁর সেই কর্মসূচি চলছেই৷ কখনও বিদেশে আটকে পড়া ছাত্রদের আনতে বিমানের ব্যবস্থা করছেন তো কখনও করোনা রোগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করছেন৷ অক্লান্ত পরিশ্রম করছেন সোনু৷

  এর ফলেই তাঁকে বিশেষ সম্মান পাওয়া উচিৎ বলে মনে করেন অনেকেই৷ সংবাদ সংস্থা পিটিআই একটি ট্যুইট করে যে, কেন্দ্র সরকারের পদ্ম সম্মানের জন্য সাধারণ মানুষ নিজেদের মতামত জানাতে পারবেন৷ সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত৷ অর্থাৎ পছন্দের যোগ্য প্রার্থীর নাম জানাতে পারবেন সাধারণ মানুষ৷ সেই ট্যুইটের উত্তরে অভিনেতা ব্রহ্মাজি (Brahmaji) পদ্ম সম্মানের জন্য নিজের পছন্দের প্রার্থীর নাম বেছেছেন৷ এবং তিনি সোনু সুদ৷ তবে সতীর্থের এই ট্যুইটে খুবই বিনয়ী উত্তর দিয়ে আবারও সকলের মন জিতে নিয়েছেন রিয়াল হিরো সোনু সুদ৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Sonu Sood

  পরবর্তী খবর