Shilpa Shetty: এখনও স্বামীর অনুপস্থিতিতে লড়াই করতে হয় মেয়েদের, ছলছল চোখে বলছেন শিল্পা শেট্টি

Last Updated:

তবে তিনি কখনও হেরে যাওয়ার পাত্রী নন৷

#মুম্বই: বড়ই আজব ফিল্ম ইন্ডাস্ট্রি৷ কে যে বন্ধু আর কে নন, তা চেনা খুবই দুষ্কর৷ এই অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে শিল্পা শেট্টিকে (Shilpa Shetty)৷ স্বামী রাজ কুন্দ্রা পর্ন (Raj Kundra porn case)তৈরির অভিযোগে গ্রেফতার হওয়ার পরই এক ঘরে হয়ে গিয়েছিলেন শিল্পা৷ নিজেকে প্রায় সকলের থেকে আড়াল করে নিয়েছিলেন তিনি৷ উধাও হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে৷ ডান্স শো-তে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছিল না তাঁকে৷ তবে কিছুটা সময় নিয়ে তিনি ফের ফিরলেন৷ এবং স্বমহিমায়৷ তিনি বললেন যে নারী শক্তিতে দমানো সহজ নয়৷ এই মর্মে একটি পোস্টও করলেন তিনি৷ একই সঙ্গে ডান্স শোতে বিচারকের আসনে বসে শিল্পা এমন একটি মন্তব্য করলেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷
advertisement
advertisement
রিয়ালিটি শোয়ের নাচের মঞ্চে ঝাঁসির রানিকে নিয়ে একটি পারফরমেন্স উঠে এল৷ প্রতিযোগীর প্রশংসা করতে গিয়ে শিল্পা বললেন যে, ঝাঁসির রানির কথা শুনলে বা পড়লেই তাঁর মনে হয় এক নির্ভক মহিলার কথা৷ যিনি শুধু ইংরেজদের বিরুদ্ধে লড়েননি, লড়েছেন নিজের অস্তিত্বের জন্য, নিজের অধিকারের জন্য৷ এবং এখনও যে সমাজে মহিলাদের এভাবে লড়তে হয়, বিশেষ করে স্বামীর অনুপস্থিতিতে৷
advertisement
কোথাও যেন এই কথাগুলির মধ্যে শিল্পা নিজের লড়াইয়ের কথাও বলতে চাইলেন৷ সত্যিই স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর তাঁকেও পড়তে হয় মহা বিপদে৷ এবং তাঁর ও তাঁর পরিবারের মানহানি হয়, এমন অভিযোগও করেছেন শিল্পা৷
advertisement
advertisement
তবে তিনি কখনও হেরে যাওয়ার পাত্রী নন৷ যেভাবে নিজের কেরিয়ার সাজিয়েছেন অভিনেত্রী৷ সেভাবে এ যাত্রায় দাঁতে দাঁত চেপে লড়েছেন শিল্পা৷ দাঁড়িয়েছেন স্বামীর পাশে৷ তিনি বারবার জেরায় বলেছেন যে তাঁর স্বামী কোনও পর্নোগ্রাফি তৈরি করেননি৷ তৈরি করেছেন কামধর্মী ছবি৷ তবে এত কিছুর পরও রাজ জেলে ছিলেন বহু দিন৷ এক সপ্তাহের জন্য আপাতত তিনি মুক্ত বম্বে হাইকোর্টের নির্দেশে৷ আর শিল্পাও ফিরেছেন কাজে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty: এখনও স্বামীর অনুপস্থিতিতে লড়াই করতে হয় মেয়েদের, ছলছল চোখে বলছেন শিল্পা শেট্টি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement